টুকরো খবর
পৃথক দু’টি হোমে শিশু, ভবঘুরে মা
মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মা ও তাঁর সদ্যোজাতকে হোমে পাঠানো হল। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি চাইল্ড লাইনের কর্মীরা ওই দু’জনকে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে যান। মাকে রাখা হয়েছে ময়নাগুড়ির ক্ষণিকালয় হোমে। শিশুটিকে জলপাইগুড়ির স্পেশাল অ্যাডাপশন এজেন্সি-তে পাঠানো হয়েছে। গত বুধবার সকালে শামুকতলা থানার ডাঙ্গি বাজারে সন্তান প্রসব করেন ওই ভবঘুরে। স্থানীয় বাসিন্দারা সদ্যজাত এবং মাকে উদ্ধার করে শামুকতলা প্রাথমিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। জলপাইগুড়ি চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর হিমাদ্রিশেখর রায় বলেন, “মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসার পরে সুস্থ হলে শিশুটিকে তাঁর কোলে তুলে দেওয়া হবে।”
তখনও একসঙ্গে। রাজু সাহার তোলা ছবি।
শামুকতলা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার বলেন, “অসহায় মহিলা ও শিশুটির থাকার ব্যবস্থা হয়েছে জেনে ভাল লাগছে।” শিশুটি মায়ায় জড়িয়েছে হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী প্রত্যেককে। তাঁরা নবজাতকের নামকরণ করেছেন ‘পথিক’। গত কয়েকমাস ধরে পথিকের মানসিক ভারসাম্যহীন মাকে শামুকতলা হাতিপোতা-সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তিনি নাম ঠিকানা বলতে পারছেন না। আলিপুরদুয়ার (দুই)-এর বিডিও সজল তামাং বলেন, “মহিলার যেন কোনও অসুবিধা না হয় তা ভেবে হোমে পাঠানোর সিদ্ধান্ত হয়।”

সোনাজয়ী হিমশ্রীকে সংবর্ধনা
দেশব্যাপী আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উত্তরবঙ্গ থেকে প্রথম সোনা জয়ী হিমশ্রী রায় এবং তাঁর কোচ হরিদাস রায়কে সংবর্ধনা জানাবে শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আগামী ১০ ফেব্রুয়ারি সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠান মঞ্চে তাঁকে সংবর্ধনা জানানো হবে। গত ২২-২৬ জানুয়ারি ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের ছাত্রী হিমশ্রী। গত ১৪ বছর ধরে অ্যাথলেটিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন বিবেকানন্দ দাস, অরূপ চট্টোপাধ্যায়ের মতো ওই সংস্থার কর্মকর্তারা। স্কুলস্তরে এবং জেলাস্তরের অনেক সফল ক্রীড়াবিদ তাদের হাত ধরে উঠে এসেছে। তবে কোনও নথিভুক্ত সংগঠন এতদিন ছিল না। এ বার শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন গড়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন কর্মকর্তারা। আগামী ১০ ফেব্রুয়ারি রেলওয়ে ইন্সস্টিটিউটের মাঠে তাদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ৪২টি ইভেন্টে অন্তত ৩০০ জন প্রতিযোগী অংশ নেবেন।

স্কুলে তালা দিল ছাত্ররা
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে দিনভর স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। ওই ঘটনার জেরে শুক্রবার আলিপুরদুয়ার হিন্দি হাই স্কুলে ঢুকতে পারেননি শিক্ষকরা। পরে জেলা বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোহনলাল রাম বলেন, “হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার প্রশাসনের তরফে তাঁকে শোকজ করা হয়। তাঁকে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব দেওয়া হয়।” কিন্তু শুক্রবারেও ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। প্রধান শিক্ষক বিভূতিভূষণ পোদ্দারের অপসারণ দাবি করে। এদিন দুপুর নাগাদ জেলার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক স্বপনকুমার সামন্ত শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত হয়েছে তদন্ত কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা দূর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে। প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না। মোবাইল ফোনের সুইচ বন্ধ থাকায় অভিযুক্ত প্রধান শিক্ষক বিভূতিভূষণ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রমিক সংগঠনের সভা শিলিগুড়িতে
শ্রমিক শ্রেণির উন্নয়নের স্বার্থে আগামী ২০ এবং ২১ ফেব্রুয়ারি দেশে সাধারণ ধর্মঘট সফল করার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আইএনটিইউসি-র সবর্ভারতীয় সভাপতি জি সঞ্জীবা রেড্ডি। গত বৃহস্পতিবার বাঘাযতীন পার্কে ডান-বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে একটি জনসভা হয়। সেখানে আইএনটিইউসি-র সভাপতি উপস্থিত ছিলেন। সঞ্জীবা রেড্ডি জানান, নূন্যতম শ্রমিক, কর্মীদের বেতন ১০ হাজার টাকা, ঠিকা প্রথায় কর্মী নিয়োগ বন্ধ, সরকারি নিয়মে পেনশন গ্রাইচুইটি-সহ বিভিন্ন দাবিতে এই দুই দিনের সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

পুরসভায় সভা
১০০ দিন কাজ নিয়ে ব্লক আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েত প্রধানদের সঙ্গে সভা করলেন জেলাশাসক। শুক্রবার পুরসভা হলে ওই সভা হয়। কাজে ভাল ফলের জন্য শংসাপত্র দেওয়া হয় বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র জানান, জেলায় প্রায় আড়াই লক্ষ জব কার্ড রয়েছে। এ বছরে ৬০ লক্ষ কর্মদিবস সৃষ্টি হয়েছে জেলায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.