বাম আমলে শুরু হয়েছে যে সব প্রকল্প তারই উদ্বোধন ও শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী, এই অভিযোগে সরব হলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়িতে অশোকবাবু মূলত, প্রথমে মুখ্যমন্ত্রী এবং দু’ দিন আগে শিল্পমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে যে সব প্রকল্প উদ্বোধন করেছেন, তা নিয়েই সমালোচনা করেন তিনি। এমনকী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দফতরের কাজকর্ম নিয়েও কড়া সমালোচনা করেন অর্থ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট উল্লেখ করে। প্রাক্তন পুরমন্ত্রীর দাবি, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসব মঞ্চ থেকে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ এবং হাসপাতাল ভবনের উদ্বোধন করলেন। কিন্তু সেখানে গেলেন না। বাম জমানায় ৫ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। হস্টেলের জন্য বরাদ্দ হয় আরও ২ কোটি। কাওয়াখালিতে যে ফিল্ম সিটি করার কথা ঘোষণা করা হয়েছে সেই জমিও বাম আমলে উন্নয়নের জন্য অধিগ্রহণ হয়েছিল। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশনের পরিকাঠামো উদ্বোধন করেন, তা বাম আমলে ৮০ শতাংশ হয়েছে।”
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “এ সব বলে অশোকবাবু প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। তিনি যদি এসব বলে খুশি হন তবে বলুন। তাকে অখুশি করার দরকার নেই। তাঁর বক্তব্যকে উপেক্ষা করা ছাড়া উপায় নেই।” যদিও অশোকবাবু জানান, তাঁদের আমলেই শিলিগুড়িতে পলিটেকনিক, আইটিআই কলেজ হয়েছে। সায়েন্স কলেজ হয়েছে। বিএড এবং আইন কলেজ হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু হয়েছে। অশোকবাবুর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় অ্যাক্সেল কারখানা, সেবক থেকে শিলিগুড়ি রেল লাইন, কার্শিয়াঙে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিস কিছুই হয়নি। জমি অধিগ্রহণ না-করায় বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ করে রাতে বিমান ওঠানামার কাজ বন্ধ রয়েছে। মাল্টি স্পেশালিটি হাসপাতালের কথা বলা হচ্ছে। অথচ একটিরও কাজ নতুন সরকার করেনি।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর জানায়, বাম জমানায় যে ৩৬১ প্রকল্পের কাজ পড়ে ছিল তার অধিকাংশ হয়েছে। অশোকবাবু লিখিত জানতে চাইলে তাঁরা জানিয়ে দেবেন। |