আলিপুরদুয়ার ২ ব্লকের চাপরেরপাড় ১ পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লাগাতার আন্দোলনের ডাক দিলেন বাসিন্দারা। আগেই আন্দোলনে নেমেছেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক কংগ্রেস ও ঠিকাদারদের একাংশ। গ্রামবাসীদের তরফে সত্যেন্দ্রপ্রসাদ রায়ের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েত বিধি ভেঙে দরপত্র বিলি করছে। অথচ প্রসাশন ব্যবস্থা নিচ্ছে না।
বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সড়ক থেকে তালেশ্বরগুড়ি হাইস্কুল পর্যন্ত ৩ কিমি রাস্তা বানানোর কাজে অনিয়ম হয়েছে। ওই কাজের বিবরণে উল্লেখ রয়েছে ১৪ লক্ষ ৪০ হাজার ৪৩২ টাকার বালি পাথর ফেলা হবে। অভিযোগ, বড় জোর ৭০ গাড়ি বালি-পাথর ফেলা হয়েছে। ৫৭৯৮ শ্রম দিবস বাবদ ৭ লক্ষ ৫৩ হাজার ৭৪০ টাকা খরচের উল্লেখ রয়েছে। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায়, পরেশ রায়রা জানান, গ্রামোন্নয়নের টাকা নয়ছয় রুখতে তাঁরা আন্দোলনে সামিল হয়েছে। তৃণমুল কংগ্রেসের জেলা নেতা অরুণ দাস বলেন, “দুর্নীতি হলে ব্লক প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
টটপাড়া ১ পঞ্চায়েতে গত নির্বাচনে কংগ্রেস তৃণমুল জোট বেঁধে ক্ষমতা দখল করে। এক বছর যেতে না যেতে তৃণমুল কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে। আস্থা ভোটে কংগ্রেস হেরে যায়। এর পরেই সিপিএমের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে তৃণমুল কংগ্রেস। সিপিএমের টটপাড়া ১ লোকাল কমিটির সম্পাদক অমল দে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের দল। তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করিনি। ওই পঞ্চায়েত সদস্যরা তৃণমুল কংগ্রেস থেকে বহিস্কৃত হবার পর আমরা তাদের বাইরে থেকে সমর্থন করি। ওই বোর্ডকে আমরা সমর্থন করব কি না সে ব্যপারে দলীয় স্তরে নতুন করে আলোচনায় বসা হবে।”
টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি রায়ের দাবি, “স্বচ্ছতা মেনে কাজ করা হয়েছে। কোনও অনিয়ম হয়নি।” বিডিও সজল তামাং এই প্রসঙ্গে জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র জানিয়েছেন, শীঘ্রই পদক্ষেপ করা হবে।” |