|
|
|
|
জবাব আইনজীবীর |
মামলা করুন, তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ বুদ্ধদেবের |
নিজস্ব প্রতিবেদন |
তৃণমূলের পক্ষ থেকে নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কোনও মানহানিকর মন্তব্য করেননি। শুধু তাই নয়, শুক্রবার মানহানির মামলার নোটিসের জবাবে বুদ্ধদেববাবুর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাঁরা মামলা লড়ার জন্য প্রস্তুত।
মঙ্গলবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বুদ্ধবাবু। বলেছিলেন, “উনি (মমতা) সততার প্রতীক বলে আমি মনে করি না। তাঁর পরিবারের আগে কী অবস্থা ছিল, আর এখন কী অবস্থা, আপনারা তদন্ত করে দেখুন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের পক্ষ থেকে আইনজীবী রাজদীপ মজুমদার বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনের চিঠি দেন। কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছিল বুদ্ধবাবুকে। মুকুলবাবুর আইনজীবীর কাছে কাছে জবাবি চিঠি পাঠিয়ে দিয়েছেন বুদ্ধবাবুর আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, ‘আপনার চিঠির জবাবে বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষ থেকে জানাই যে, বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য মানহানিকর নয়। তা সত্ত্বেও আপনার মক্কেল যদি মনে করেন এবং মামলা করতে চান, তা হলে তা করতেই পারেন।’ এ প্রসঙ্গে রবিশঙ্করবাবুর বক্তব্য, “মামলা করলে দেখব। আগে মামলা তো হোক।” তা হলে কি এ বার তৃণমূল বুদ্ধদেববাবুর বিরুদ্ধে মামলা দায়ের করবে? মুকুলবাবু বলেন, “পরবর্তী পদক্ষেপ কী করা হবে তা নিয়ে আমার আইনজীবীর সঙ্গে কথা বলব।”
মমতার আঁকা ছবি বিক্রি নিয়ে দলীয় সভায় অবমাননাকর মন্তব্য করেছেন বলে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধেও আইনি নোটিস পাঠিয়েছিল তৃণমূল। কালনায় দলের যুব সংগঠনের বর্ধমান জেলা সম্মেলনে সূর্যবাবু বলেন, “শুনেছি আমার নামে একটি নোটিস পাঠানো হয়েছে। আমি নোটিসের পিছনে ছুটব, না নোটিস আমার পিছনে ছুটবে! কলকাতায় গিয়ে দেখব কী নোটিস।” |
|
|
|
|
|