নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তর ২৪ পরগনার তিনটি কলেজে ছাত্র সংসদের নির্বাচন বয়কট করছে এসএফআই। আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে প্রার্থীই দিচ্ছে না তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। টিএমসিপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলে ভৈরব গাঙ্গুলি, সরোজিনী নায়ডু ও বিধাননগর সরকারি কলেজে তাঁরা নির্বাচন বয়কট করছেন বলে শুক্রবার জানান এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক অয়ন বসু। টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা অবশ্য সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছেন। সরোজিনী নায়ডু এবং ভৈরব গাঙ্গুলিতে নির্বাচন আজ, শনিবার। আর বিধাননগর সরকারি কলেজে ভোট হবে ১৩ ফেব্রুয়ারি। গত কয়েক দিনে সরোজিনী নায়ডু কলেজ ফর উইমেন, বিধাননগর সরকারি কলেজে ছাত্রভোটকে কেন্দ্র করে গোলমাল হয়েছে। তৃণমূলের নেতা, বিধায়কেরা ক্যাম্পাসের বাইরে উপস্থিত থেকে গণ্ডগোলে ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ। এসএফআইয়ের অভিযোগ, পুলিশ-প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। টিএমসিপি-র রাজ্য সাধারণ সম্পাদক তমোঘ্ন ঘোষের দাবি, “হার নিশ্চিত জেনেই এসএফআই মিথ্যা অভিযোগ করছে।” কিন্তু প্রেসিডেন্সির নির্বাচনে টিএমসিপি প্রার্থী দিচ্ছে না কেন? টিএমসিপি-র অন্দরের খবর, ওই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সমর্থন প্রায় নেই বুঝেই প্রার্থী দেওয়া হচ্ছে না। তবে এসএফআই-কে হারাতে তারা আইসি-কে সমর্থন করতে পারে। যদিও সংগঠনের রাজ্য সভাপতি বলেন, “আইসি-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাংবিধানিক স্বীকৃতিই নেই। তাই আমরা প্রার্থী দেব না।” |