পুস্তক পরিচয় ২...
চন্দ্র-সূর্যও কবিতার অন্নে একান্নবর্তী
খন দু’মাত্রা করে বেশি-কম রাখি।
থাকুক না ছন্দে একটু ফাঁক।
আজকাল দেখতে পাই ওই ফাঁক দিয়ে
একটা গাছের ডাল বেরিয়ে এসেছে।
পাতাভরা মজবুত ডাল।’

নতুন কবিতার বই একান্নবর্তী (সিগনেট প্রেস, ১৫০.০০)-এ লিখেছেন জয় গোস্বামী। কেবল পারিবারিক আত্মীয়রাই নন, শিক্ষক, পাড়া-পড়শি, পাখি, রোদ-বৃষ্টি, মাঠের ফসল, এমনকী চন্দ্র-সূর্যও কবিতার অন্নে একান্নবর্তী।
দুই বাংলার মেয়েদের ৫৬টি গল্প নিয়ে সই গল্প সংকলন (সম্পাদনা নবনীতা দেবসেন, লালমাটি, ৩০০.০০)। স্বর্ণকুমারী, রোকেয়া, আশালতা সিংহ, তিলোত্তমা মজুমদার, রাজশ্রী বসু অধিকারীর গল্পের সঙ্গে ভূমিকা ও লেখক পরিচিতি। গোলাম মোস্তাফা, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, বন্দে আলি মিঞা থেকে রোকনুজ্জামান খান, শওকত আলি, সুকুমার বড়ুয়া, ধ্রুব এষ প্রমুখের ছড়া-কবিতা ও গল্প নিয়ে সংকলন সাদা মেঘের ভেলা (সম্পা. আনিসুজ্জামান, শিশু সাহিত্য সংসদ, ২০০.০০)। বাংলাদেশের শিশুসাহিত্যের এমন সুসম্পাদিত প্রতিনিধিত্বমূলক সংকলন বিরল। ‘সটীক ঢোঁড়াই চরিত মানস’-এর পরে বাংলা সাহিত্যে আবার সটীক উপন্যাস গৌতম সেনগুপ্তের পরান যায় জ্বলিয়া রে (সপ্তর্ষি, ১০০.০০)। টীকা বলতে এখানে গ্রন্থসূত্র। মঞ্চ-জড়ানো দুশোরও বেশি ছড়ার সংকলন অতনু বর্মণের নাটুকে ছড়া (আশাদীপ, ১০০.০০)। উপেন্দ্রকিশোর, অবনীন্দ্রনাথ, সুকুমার রায়, রামমোহন আর পাকদণ্ডী লীলা-কলমের স্মৃতি আর আত্মস্মৃতি নিয়ে লীলা মজুদারের রচনাসমগ্র ৬ (লালমাটি, ৫০০.০০)। মুখবন্ধ লিখেছেন অশোক মিত্র। অনিল ঘোষের আটটি একাঙ্ক ও সাতটি শ্রুতিনাটকের সংকলন নির্বাচিত নাটক (সোপান, ২০০.০০) পাঠককে আবেগাপ্লুত করার পাশাপাশি ভাবাবেও। আধুনিক যাপনে আর চারপাশের সমাজকাঠামোয় যে অসংগতি তা নিয়েই উদয়নীল ভট্টাচার্যের নাটকের সংকলন ৯ নাটকীয় (থির বিজুরি, ১৭৫.০০)। সাংবাদিক বলেই বোধহয় সঞ্জয় সিংহের নাটকে সমাজবাস্তবতার তীব্র বোধ। বেরল তাঁর ৪টি নাট্যরচনার সংকলন বিজয়িনী (নতুনপথ, ১২৫.০০)। মা বুড়ি বিয়ের সালে যে বউকে লছমি বলত, খরার বছর তাকে বলত ‘কুলছমি’। এমন মর্মান্তিক বাক্য অমর মিত্রের কলমেই ফোটে। মহারাষ্ট্রের লাটুরের ভূমিকম্প নিয়ে তাঁর এ আখ্যান, সঙ্গে আরও একটি আখ্যান প্রেমের আধুনিক রূপকথা: অমল ও এলিজাবেথ/ নিসর্গের শোকগাথা (সোপান, ১৫০.০০)। যেখানে শহর শেষ, সেখান থেকেই শুরু দেবাশিস আইচের আখ্যান মায়াবন্দরের রূপকথা (ছোঁয়া, ৭৫.০০) ‘বাংলা ভাষায় এ ধরনের লেখা আগে পড়েছি কি?’ কবি রাহুল পুরকায়স্থর মত বইটি সম্পর্কে। গায়িকা অনুশ্রী চক্রবর্তী পাখির কাছে/ পাখির শিসের কাছে (মনফকিরা, ৮০.০০) বইয়ে নিজের অনুভবের কথা এমন চমৎকার গদ্যে লিখেছেন যেন মনে হয় কোনও আত্মভ্রমণ পড়ছি।
‘শহুরে একজন কবির সঙ্গে গল্প করার চেয়ে ছোট দোকানের মুচির সঙ্গে মিশে আমি অনেক বেশি আনন্দ পেয়েছি।’ ভাস্কর চক্রবর্তী লিখছেন তাঁর ডায়রিতে। প্রয়াত এই কবির গদ্যসমগ্র/ ডায়রি, নোটবই ও অন্যান্য (প্রথম খণ্ড। ভাষাবন্ধন, ২৭৫.০০) বেরল সুমন্ত মুখোপাধ্যায় ও বাসবী চক্রবর্তীর সম্পাদনায়।
‘সে আছে একটি গাবুসগুবুস মিনি।
তার ভালো নাম শ্রীমতী রায়বাঘিনী।’

পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের পদ্যানুবাদ ঘোড়েল বুড়োর/ তুখোড় বেড়ালদের পুথি (পাতাবাহার, ৮০.০০), টি এস এলিয়টের সেই Old Possum’s Book of Practical Cats থেকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.