টুকরো খবর
পুকুর দখল নিয়ে মারামারি জখম তিন
পুকুরের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে জখম হলেন তিন জন। কয়েকটি বাড়িতে ভাঙচুরও হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের উত্তর রানিগাছি গ্রামে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। গ্রামে পুলিশ পিকেট বসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি পুকুরের দখলকে কেন্দ্র করে শরিকি বিবাদ চলছিল দীর্ঘ দিন ধরেই। বাহারুদ্দিন তেলি মোশারফ তেলি দু’জনেরই দাবি, পুকুর তাঁদের। শুক্রবার সকালে মোশারফ লোকজন নিয়ে ওই পুকুরে মাছ ধরতে যান। সে সময়ে দু’পক্ষের হাতাহাতি বাধে। অভিযোগ, সে সময়ে বাহারুদ্দিন ও তাঁর আত্মীয় আবুবক্কর জমাদারকে মারধর করা হয়। তাঁদের বাড়িতেও ভাঙচুর চলে। থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময়ে রাস্তা আটকে তাঁদের ফের পেটানো হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন। সে সময়ে গ্রামবাসীদের সঙ্গেও মোশারফ ও তাঁর দলবলের মারামারি বাধে। জখম হন মোশারফের তরফের এক জন। গুরুতর জখম আবু ও বাহারুদ্দিনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পরে পাঠানো হয় কলকাতার আরজি কর হাসপাতালে। এই ঘটনার পরে এক দল লোক ফের বাহারুদ্দিনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের ফের মারামারি বাধে। কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
একশো দিনের কাজের প্রকল্পে প্রশাসনিক তদন্তে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের দাবি তুলে তাকে গ্রেফতারের দাবিতে সরব হল তৃণমূল। শুক্রবার এই দাবিতে বনগাঁ ব্লকের সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখাল তারা। পরে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস দলীয় নেতা-কর্মীদের সোমবারের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সিপিএমের পরিতোষ অধিকারী। তাঁর অভিযোগ, তাঁকে আড়াই ঘন্টা অফিসে আটকে রাখা হয়। তিনি বলেন, “বাস্তবে তৃণমূল দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে ওরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।” এ নিয়ে বিরোধী দলনেতা সন্তোষ দাস বলেন, “আমরা অবস্থানে বসেছিলাম। কাউকে আটকে রাখা হয়নি। দুর্নীতি ঢাকতে মিথ্যা কথা বলছে প্রধান।”

পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ
পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ জানায়, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা শশীভূষণ সরকার (৫২) নৌকো তৈরির কাজ করতেন। সেই কাজেই মাস তিনেক ধরে তিনি এসেছিলেন হিঙ্গলগঞ্জের সাহেবখালির পুকুরিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে তিনি পুকুরে স্নান সারতে নেমেছিলেন। পরে আর বাড়ি ফেরেননি। বিকেলে পুকুরের জলেই তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুলিশকে তাঁর আত্মীয়েরা জানিয়েছেন, শশীবাবু মৃগীরোগে ভুগতেন। পুলিশের অনুমান, স্নান করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে জল ছেড়ে উঠতে পারেননি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার নাইয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম আশিস কর্মকার (৪৭)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ফলতার ভাদুড়ার বাসিন্দা আশিসবাবু নাইয়াপাড়ায় ভাঙা থাকতেন। এ দিন সকালে ঘরে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

মহিলার দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর কলহাজরার সরকার পাড়ার কাছে একটি খালে মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। গলায় একটি ফাঁসের দাগ আছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

ধৃত ৩২ বাংলাদেশি
স্বরূপনগর সীমান্ত থেকে বৃহস্পতিবার ৩২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। তাঁদের মধ্যে মহিলা ও শিশুও আছে। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতের বিচারক সকলকে ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.