রঞ্জিতে হয়নি, কিন্তু বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলে প্রত্যাবর্তন ঘটে গেল অভিজ্ঞ অফস্পিনার সৌরাশিস লাহিড়ির। দেড় বছর পর। তাঁকে সতেরো জনের টিমে রেখেই আসন্ন বিজয় হাজারে ট্রফির (রঞ্জি একদিনের টুর্নামেন্ট) দল বেছে ফেলল দীপ দাশগুপ্তের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
গত মরসুমের রঞ্জি দল থেকে যে পাঁচ সিনিয়রকে বাদ দেওয়া নিয়ে প্রবল বিতর্ক বেঁধেছিল, তার মধ্যে সৌরাশিস ছিলেন। রঞ্জিতে চরম ব্যর্থতার চোটে শেষ লগ্নে অরিন্দম দাসকে ফেরানো হলেও সৌরাশিসকে ভাবা হয়নি। বহু দিন পর বিজয় হাজারের দলে অরিন্দমও আছেন। তবে শুক্রবারের নির্বাচনী বৈঠকের চমক সৌরাশিসই। এ দিন তাঁকে ফেরানোর ব্যাপারে নিশ্চিত হয়েই বৈঠকে ঢোকেন চার নির্বাচক। পরে নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত বলছিলেন, “কেন ফেরাব না? স্থানীয় ক্রিকেটে ও ভাল বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত ব্যাটিংও করছে।” ঘটনা হচ্ছে, অফস্পিনার হিসেবে তো বটেই একই সঙ্গে ওপেনার হিসেবেও সৌরাশিসকে দেখা যাবে। যিনি স্থানীয় ক্রিকেটের চলতি মরসুমে ডাবল সেঞ্চুরিও করেছেন। “দেড় বছর পর টিমে ফিরলাম। অসম্ভব খুশি। নিজের সেরাটা দেব,” বলছিলেন সৌরাশিস।
প্রত্যাশা মতোই বিজয় হাজারে ট্রফিতে অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে লক্ষ্মীরতন শুক্লকে। যাঁর হাত ধরেই গত বার যে ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলা। মনোজ তিওয়ারিও আছেন, তবে তাঁকে ক’টা ম্যাচ পাওয়া যাবে সন্দেহ আছে। বাংলার বিজয় হাজারে-র অভিযান শুরু ১৪ ফেব্রুয়ারি। নির্বাচকরা ধন্ধে, সেই ম্যাচে মনোজকে পাওয়া নিয়ে। তার পরের ম্যাচে তো পাওয়াই যাবে না। টিমে একমাত্র বাঁ-হাতি স্পিনার ইরেশ সাক্সেনা। চার পেসার যথাক্রমে, সামি আহমেদ, অশোক দিন্দা, সৌরভ সরকার ও বীরপ্রতাপ সিংহ। |