হুগলির কামারপুকুর স্কুল মাঠে আমন্ত্রণমূলক রাজ্য ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমানের রাজনন্দিনী ক্লাব। তারা ফাইনালে পশ্চিম মেদিনীপুরের বঙ্গশ্রী ক্লাবকে ২৬ রানে হারায়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের সৌমেন পাল ও রামপ্রসাদ বসু। এদিকে রবিবার শাঁখারীপুকুর অগ্রদূত সঙ্ঘের উদ্যোগে আমন্ত্রণমূলক রাজ্য ভলিবলে রবিবার শুরু হচ্ছে ক্লাবের মাঠে। বর্ধমান জেলার অগ্রদূত ও জাতীয় সঙ্ঘ ও অন্য জেলার আরও চারটি দলও এতে যোগ দিচ্ছে।
|
কলকাতার যুবভারতী ত্রীড়াঙ্গনে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় অ্যাথলেটিক্স মিটে ১০টি পদক পেল বর্ধমান। এর মধ্যে রয়েছে ৬টি সোনা, ২টি করে রুপো ও ব্রোঞ্জ। অনূধ্বর্র্ ১৪ বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছে নাদিম আনসারি। অনূধ্বর্র্ ১৪ বিভাগে মেয়েদের শটপাট ও ডিসকাসে সোনা জিতেছে স্মৃতি মণ্ডল। অনূর্ধ্ব ১৯ ছেলেদের বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতে নেন সৌমদীপ সাহা। বর্ধমান থেকে যোগ দেন ৩০ জন প্রতিযোগী।
|
পরিত্যক্ত অ্যালুমিনিয়াম, লোহা-সহ সব স্ক্র্যাপ মাল সরানোর অছিলায় যুবভারতীর ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের যন্ত্রাংশ সরানোর চেষ্টা হয় বৃহস্পতিবার। শুক্রবার ঘটনার কথা স্বীকার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। এ দিন তিনি বলেন, “স্ক্র্যাপ মাল সরানোর নামে প্রায় ১ কোটি টাকার কপার পাচারের চেষ্টা হয়। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা মাল উদ্ধার করেছেন। বৃহস্পতিবারই চিফ এগ্জিকিউটিভ অফিসারকে তদন্ত করতে বলি। তদন্তে এই তথ্যই মিলেছে। আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”
|
হলদিয়ার আবাহনী চক্রের উদ্যোগে শুক্রবার তিন দিন ব্যাপী রাজ্যস্তরের কবাডি প্রতিযোগিতা শুরু হল ডিঘাষিপুরে। ১৫টি দলের ১৬৮ জন পুরুষ ও ১৪৪ জন মহিলা খেলোয়াড় এতে খেলছেন। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৬ জন বন্দিও সুযোগ পেয়েছেন। তাঁরা সকলেই চান অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে। |