হিরের দুল হারিয়েও ‘হিরে-গোলের’ খোঁজে ওডাফা
মোহনবাগান-হিরের কি না হিরের দুল গিয়েছে চুরি! ডার্বিতে দলের হীরক-গোলের সন্ধানের সঙ্গে সঙ্গেই নিজের হীরক-দুলের সন্ধানেও ওকোলি ওডাফা!
শুক্রবার ডার্বির শেষ অনুশীলনের পর দেখা গেল তন্ময় হয়ে মাঠে কী যেন খুঁজে চলেছেন বাগানের গোলমেশিন। ৯ ডিসেম্বর-কেলেঙ্কারির পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওডাফা যে গোলের খোঁজে মরিয়া সেটা তো তাঁর হাবেভাবেই স্পষ্ট। কিন্তু এ দিন তিনি অবশ্য খুঁজে বেড়াচ্ছিলেন স্ত্রীর থেকে উপহার পাওয়া হিরের দুল। অনুশীলনের সময় দুলটি হারিয়ে ফেলেন তিনি। ভালবাসার উপহার হারিয়ে স্বাভাবিক ভাবেই ভীষণ হতাশ ওডাফা। “দুলটা অ্যাঞ্জেল আমাকে উপহার দিয়েছিল। ওটা আমার কাছে খুব লাকি,” ডার্বির আগের সকালে ওডাফার গলায় আচমকা হতাশা!
হিরে খুঁজে না পেয়ে সবুজ-মেরুনের ব্ল্যাক কোবরা অবশ্য সুকুমার রায়ের গোঁফ চুরি যাওয়া ‘বড়বাবু’র মতো বাগান তোলপাড় করেননি। কিন্তু মোহন-অধিনয়াকের গত কয়েক দিনের হাসিখুশি ভাবটা হঠাৎই উধাও হয়ে গিয়েছে। নিজের মনে বিড়বিড় করছিলেন, “ডার্বির আগের দিনই দুলটা হারিয়ে গেল!” হিরের দুল খুঁজে না পেলে কী হবে, শনিবার যুবভারতীতে গোল খুঁজে নিয়ে ৯ ডিসেম্বরের জ্বালা মেটাতে চান ওডাফা। আই লিগের প্রথম ডার্বির পরই সাময়িক ভাবে থমকে গিয়েছিল ওডাফার ফুটবলজীবন। এ দিন অবশ্য বললেন, “পুরনো ঘটনা আমি মনে রাখিনি। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে দলকে জেতাতে চাই। কারণ আমদের মাথার ওপর অবনমনের খাঁড়া ঝুলছে।”
চলছে খোঁজ। ছবি: উৎপল সরকার
আর ওডাফার সঙ্গী টোলগে? সবুজ-মেরুন জার্সি গায়ে তাঁর প্রথম ডার্বি। কিন্তু আশ্চর্যজনক ভাবে ভীষণই ‘কুল’ রয়েছেন। আসলে ভেতরের উত্তেজনাকে বাইরে প্রকাশ করতে রাজি নন ঠান্ডা মাথার অস্ট্রেলীয় স্ট্রাইকার। গত বছর লাল-হলুদ জার্সি গায়ে মোহনবাগানের বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেননি। এ বার অবশ্য মর্গ্যানের দলের বিরুদ্ধে জিতে ডার্বি জয়ের স্বাদটা আরও এক বার উপভোগ করতে চান টোলগে। বলছিলেন, “গত বছর ইস্টবেঙ্গলের হয়ে কোনও ডার্বি জিততে পারিনি। এ বার তাই মোহনবাগানের জার্সি গায়ে সেই স্বাদ পেতে মরিয়া হয়ে রয়েছি।”
শনিবারের ম্যাচে টোলগে-ওডাফা ছাড়া মর্গ্যানকে যিনি সবচেয়ে বেশি চিন্তায় রেখেছেন তিনি রহিম নবি। শেষ ডার্বিতে তাঁর চোট লাগার পরেই যুবভারতী রণক্ষেত্র হয়ে উঠেছিল। সেই নবি অবশ্য এ বার জবাব দেওয়ার জন্য ছটফট করছেন। জাতীয় দলের হয়ে প্যালেস্তাইনের বিরুদ্ধে দুর্দান্ত গোল করার পর তিনি এখন আরও বেশি আত্মবিশ্বাসী। নবি বলে দিলেন, “নয়ই ডিসেম্বরের পরে তো আমাদের টিমের সবার ফুটবলজীবন এলোমেলা হয়ে যেতে বসেছিল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবার জিততে পারলে আমরা কিছুটা সান্ত্বনা পাব।”
‘ওডাফা-টোলগে-নবি, ইস্টবেঙ্গল ছবি’। সবুজ-মেরুন সমর্থকদের এই স্লোগানটা সত্যি করতে মুখিয়ে রয়েছেন বাগানের এই ‘ট্রায়ো’। সমর্থকদের মতো ওঁরাও চান ৯ ডিসেম্বরের বদলা ৯ ফেব্রুয়ারি নিতে।

শনিবার আই লিগে
মোহনবাগান : ইস্টবেঙ্গল (যুবভারতী, ২-০০)।
অন্য খেলায়
রহড়া সঙ্ঘশ্রী ক্লাবের পরিচালনায় আমন্ত্রণী ফুটবল টুর্নামেন্ট হবে ৯-১০ ফেব্রুয়ারি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.