আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রশাসনের তরফে তৃণমূলের ‘সন্ত্রাসে’ ঘরছাড়া বামপন্থীদের ফেরানোর তৎপরতা নেই বলে অভিযোগ তুলল হুগলি জেলা বামফ্রন্ট।
শুক্রবার জেলা বামফ্রন্টের তরফে চুঁচুড়ায় এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “তৃণমূলের অত্যাচারে জেলায় ১২-১৬ জন বামপন্থী ঘরছাড়া। প্রশাসনের তরফে তাঁদের ফেরানোর আশ্বাস দেওয়া হলেও সেই তৎপরতা বাস্তবে দেখা যায়নি।” অভিযোগ উড়িয়ে দিয়ে জেলাশাসক মনমীত নন্দা বলেন, “প্রশাসনিক ভাবে আমরা বৈঠক করে ঘরছাড়াদের ফেরানোর প্রক্রিয়া চালু করেছি। কিছু মানুষ ঘরে ফিরেছেন।”
বামফ্রন্টের পক্ষে পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি চুঁচুড়ায় কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা। মূলত, এ কথা জানানোর জন্যই এ দিন ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলার কিছু এলাকায় তৃণমূল সঙ্ঘবদ্ধ ভাবে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তোলেন জেলা ফরওয়ার্ড ব্লক নেতা নৃপেন চট্টোপাধ্যায়। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এ দিন বাম নেতারা আরও এক বার সিঙ্গুরে ‘ইচ্ছুক’-‘অনিচ্ছুক’ নির্বিশেষে সকলের জন্য দু’টাকা কেজি দরে সরকারি চাল-গম এবং আর্থিক অনুদানের দাবি তোলেন। সিঙ্গুর সমস্যা আদালতের বাইরে মেটানোর দাবিও ওঠে।
এ দিনই খাদ্য সুরক্ষা, তৃণমূলের ‘সন্ত্রাস’ বন্ধ-সহ ১৩ দফা দাবিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান করে সিপিআই। জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয় দলের তরফে। |