টুকরো খবর
অরিন্দম-হত্যার প্রমাণ মেলেনি
রিজওয়ানুর রহমানের অপমৃত্যুর প্রথম তদন্তকারী, অরিন্দম মান্নাকে হত্যার প্রমাণ মেলেনি বলে ফের দাবি করল সিআইডি। শুক্রবার শ্রীরামপুর আদালতে রিপোর্ট জমা দিয়ে সিআইডি জানায়, তদন্ত শেষ করে দেওয়া হল। ২০০৯-এর ১১ ফেব্রুয়ারি মানকুণ্ডু স্টেশনের কাছে রেললাইনের ধারে হাওড়ার দাশনগরের বাসিন্দা দমদম রেল পুলিশের সাব-ইনস্পেক্টর অরিন্দমের দেহ মেলে। রিজওয়ানুরের অপমৃত্যুর ঘটনায় যে পরিবারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল, সেই পরিবার ও দমদম রেল পুলিশের তৎকালীন ওসি মানব চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অরিন্দমের বাড়ির লোক। মামলার তদন্তভার নিয়ে সিআইডি শ্রীরামপুর আদালতে জানায়, হত্যার প্রমাণ মেলেনি। অরিন্দমের বাড়ির লোক ওই রিপোর্টকে ‘চ্যালেঞ্জ’ করে পুনর্তদন্তের আবেদন জানান। সেই পুনর্তদন্তের রিপোর্টই শুক্রবার জমা দেয় সিআইডি। অরিন্দমের মামা তথা মান্না পরিবারের আইনজীবী জিতেন পাল বলেন, “আমরা উচ্চ আদালতে যাব।”

সৃষ্টির বার্ষিক উৎসব
—নিজস্ব চিত্র।
সপ্তম বর্ষে পা দিল হুগলি-চুঁচুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘সৃষ্টি’। সম্প্রতি চুঁচুড়া রবীন্দ্র ভবনে পালিত হল সপ্তম বার্ষিকী অনুষ্ঠান। অধ্যক্ষা মৈত্রেয়ী দে সিংহের নির্দেশনায় নৃত্য ও সঙ্গীতের এই রম্য অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ‘লালপাহাড়ির দেশে যা’র কবি অরুণ চক্রবর্তী ও পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ শীর্ষক নৃত্যালেখ্য এবং দেড় বছরের ত্রিজিতার নৃত্য দর্শকদের বিশেষ ভাবে মুগ্ধ করে।

অ্যাথলেটিক মিট গোঘাটে
আরামবাগ (১) মহকুমা ক্রীড়া পর্ষদের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন ‘অ্যাথলেটিক মিট’ হয়ে গেল সম্প্রতি। গোঘাটের বালি পঞ্চায়েতের অভ্যুদয় ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই প্রতিযোগিতায় মোট ৭৩টি বিদ্যালয়ের ৩৯৯ জন প্রতিযোগী ৭৪টি ইভেন্টে যোগ নেয়। সবচেয়ে বেশি ইভেন্টে জিতে প্রথম হয় ডিহিবাগনান কে বি রায় হাইস্কুল, দ্বিতীয় স্থান দখল করে পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুল। যুগ্ম ভাবে তৃতীয় স্থান পায় নকুণ্ডা কাত্যায়নী হাইস্কুল এবং মলয়পুর হাইস্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শক্তিমোহন মালিক, বিধায়ক বিশ্বনাথ কারক প্রমুখ।

দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বৃহস্পতিবার আরামবাগ মহকুমায় দু’জনের মৃত্যু হল। দুপুরে একটি দুর্ঘটনা ঘটে পুড়শুড়ার সোদপুরে আরামবাগ-তারকেশ্বর রোডে। মোটরবাইকে চেপে রাউতারা গ্রামের বাসিন্দা মনসা রায় (৫৪) ব্লক অফিসে যাচ্ছিলেন। বাসের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। পুলিশ জানায়, আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুর্ঘটনাটি ঘটে রাতে, আরামবাগ শহরের বসন্তপুর মোড়ে লিঙ্ক রোডে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অশোক সাহানি (৩৫) নামে এক পথচারী। তাঁর বাড়ি ৩ নম্বর ওয়ার্ডে।

শ্লীলতাহানি, ধৃতের জামিন
পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হাওড়ার আন্দুল প্রশস্থ দুর্লভচন্দ্র সাহা হাইস্কুলের ক্রীড়াশিক্ষক বিশ্বজিৎ দাসকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার হাওড়া এসিজেএম আদালত তাঁর জামিন মঞ্জুর করে। পুলিশ জানায়, ওই ছাত্রীর বাবা বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগে জানান, সম্প্রতি স্কুলের মধ্যে বেশ কয়েক বার তাঁর মেয়ের শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। গত ৫ ফেব্রুয়ারি মেয়ে বাড়িতে তা জানায়।

শুরু হল বেগমপুর বইমেলা
প্রথম বছরের ‘বেগমপুর বইমেলা’ শুরু হল শুক্রবার। সমন্বয় ক্লাবের উদ্যোগে বেগমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই মেলা চলবে রবিবার পর্যন্ত। মেলা কমিটির সম্পাদক সন্টু রিট জানান, ৩০টি স্টল দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়।

বিদ্যালয়ে অনুষ্ঠান
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের সুবর্ণ জয়ন্তী উৎসব শেষ হল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.