বছরশেষে ভোট ধরে প্রচারে বিজেপি
বছরের শেষে ভোট ধরে নিয়েই লোকসভার প্রস্তুতি শুরু করছে বিজেপি।
নরেন্দ্র মোদীকে মুখ করে উন্নয়ন আর সুশাসনের মডেল তো তুলে ধরা হবেই, একই সঙ্গে মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্দশা, নীতি-পঙ্গুত্ব, দুর্নীতির মতো বিষয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে নতুন উদ্যমে অস্ত্র শানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সংসদে বাজেট পেশের পরের দিনই পঞ্চায়েত স্তর পর্যন্ত গোটা দেশের বিজেপি নেতাদের দিল্লিতে তিন দিনের সম্মেলনে ডাকা হয়েছে। ঠিক হয়েছে, কুম্ভে সঙ্ঘ পরিবারের মতো উগ্র হিন্দুত্বের পথ না নেওয়া হলেও গো-বলয়ে ভোট বাড়াতে নরম হিন্দুত্বের কৌশল নেওয়া হবে। অধিবেশন শুরুর এক দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের ‘গেরুয়া-সন্ত্রাস’ সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন যাত্রার ডাক দিয়েছে বিজেপি।
বিজেপি নেতৃত্বের মতে, জনমোহিনী বাজেট করে বছর শেষে চার রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইবে কংগ্রেস। কিন্তু বিভিন্ন সমস্যার সঙ্গে দেশের আর্থিক হালও এখন খারাপ। সেই সুযোগে চাপ বাড়াচ্ছে সহযোগী-শরিকরা। মুলায়ম সিংহ এ বছরের শেষে লোকসভা ভোটের ইঙ্গিত দিয়েছেন। মায়াবতী-শরদ পওয়াররাও ভোট যত এগিয়ে আসবে, ততই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখার কৌশল নেবেন। এ বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, দিল্লি, রাজস্থানের মতো রাজ্যে বিধানসভা ভোটে ভালো ফলের প্রত্যাশা নেই কংগ্রেসের। এই রাজ্যগুলির ফলই লোকসভার হাওয়া তোলে। ফলে এই সব রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা ভোট হয়ে যাওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করছেন তাঁরা।
বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি আজ বলেন, “ধরে নিচ্ছি, এ বছরের শেষেই লোকসভা নির্বাচন করে দেবে কংগ্রেস। সেই মোতাবেক প্রস্তুতি নিচ্ছি।” নেতারা বলছেন, প্রস্তুতি থাকলে নির্ধারিত সময়ে ভোট হলেও অসুবিধে নেই। দলের একটি সূত্রের মতে, নরেন্দ্র মোদী যে ভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন, তাতে তাঁকে দলের মুখ করা ছাড়া উপায় নেই। বিশেষত, সঙ্ঘ প্রধান সেই ইঙ্গিত দেওয়ার পর তা অবশ্যম্ভাবী। ওই নেতার মতে, মোদীর সাফল্যের খতিয়ানই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে কংগ্রেসের তুরুপের তাস রাহুল গাঁধীকে। মনমোহন সরকারের পাশাপাশি গাঁধী পরিবারকে আক্রমণও জারি রেখেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেন, “দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শক্তিশালী নেতৃত্ব দরকার। পরিবারবাদ দিয়ে সেটি হবে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.