|
|
|
|
বইমেলাও যেন এ বার গানমেলা |
মিলন দত্ত |
বইমেলায় এ বার শুধুই জলসা। মেলার চারপাশে কেবলই গানের আসর। বিভিন্ন অ-প্রকাশনা স্টল এমনকী রাজ্য সরকারের স্টলেও বসছে গানের আসর।
এতদিন পর্যন্ত বইমেলার বিভিন্ন রকমের কেজো ঘোষণার ফাঁকে গান বাজত। মূলত রবীন্দ্রসঙ্গীত। তার বাইরে মেলার মাঠে তরুণ তরুণীরা গিটার নিয়ে গানের আসর বসিয়েছে। সেটা বইমেলার চরিত্রের সঙ্গে কখন যেন একাকার হয়ে গিয়েছিল। কিন্তু বইমেলায় জলসা কখনও হয়নি। এই বছরই প্রথম বইমেলার এসবিআই অডিটোরিয়ামে বসল গানের আসর। মঙ্গলবার হল গীতি আলেখ্য ‘নটি বিনোদিনী’। বুধবার নজরুলগীতি। ভিড়ের বইমেলায় এসি অডিটরিয়ামে শ্রোতার অভাব নেই। বরং সেমিনার বা বইপ্রকাশ অনুষ্ঠানে টান পড়ছে শ্রোতার।
মেলার এদিকে সেদিকে নানা রকমের গানের সুরে হইচই চেঁচামেচি মিলেমিশে সে এক বিচিত্র আবহ। তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র খড়ে ছাওয়া কুটিরকে মানানসই করে দাওয়ায় বসেছে বাউল গানের আসর। সেখানে দিনভর বাউল গান চলছে নিজস্ব মাইকে। আবার তথ্যের অধিকার নিয়ে গান চলছে সে সংক্রান্ত স্টলের সামনে। |
|
এক সময়ে বইমেলা যেমন ছিল কেবলই বইয়ের মেলা, এখন আর তা নেই। প্রকাশনা-বহির্ভূত পণ্যে ভরে গিয়েছে বইমেলার প্রাঙ্গণ। আলুর বন্ড তো আছেই, আছে সৌর লণ্ঠন, বেসরকারি হাসপাতাল, ট্রেকিংয়ের তাঁবু এবং স্যাক। তবে কেকের সঙ্গে ছ’টি করে স্ক্র্যাচ কার্ড বিলি করে বইমেলায় সবচেয়ে ‘হিট’ একটি স্টল। হবেই তো! স্ক্র্যাচ কার্ড ঘসলেই শিওর প্রাইজ আরও কেক। কেকের বড় বড় প্যাকেট নিয়ে বাড়ি ফিরছেন ‘বইপ্রেমী’রা।
দমকলের বিধি মানতে গিয়ে এবং মেলাকে আরও খোলামেলা করতে মিলনমেলা প্রাঙ্গণে জায়গা কমে যাওয়ায় অনেক ছোটখাটো প্রকাশনার স্থান হয়নি। কিন্তু কমেনি প্রকাশনা বহির্ভূত পণ্যের স্টল। ফলে সরল পাটিগণিতের হিসেবেই বইয়ের স্টলের আপেক্ষিক অধোগতি অনিবার্য। এতে গিল্ডের উপার্জন বাড়ছে। তবে, প্রকৃত বইপ্রেমীদের সমস্যা বাড়ছে।
এরই মধ্যে বইমেলায় ভিড় বাড়ছে। রোজই বেরোচ্ছে নতুন নতুন বই। বেরিয়েছে শঙ্কর দেব সম্পাদিত ‘সংবাদে পরিবেশ’। বেরিয়েছে মান্থলি রিভিউ পত্রিকার সংকলন দীপঙ্কর চক্রবর্তী সম্পাদিত ‘আজকের চিন’, সুজাতা মুখোপাধ্যায়ের ‘মন মেজাজের কাউন্সেলিং’, মুহম্মদ আয়ুব হোসেন সম্পাদিত ‘কাজি নজরুলের ‘লেটো গান সং ও পালা’, প্রণব দে-র ‘ভূমি সংস্কারের হাল-হকিকত’, শুভেন্দু দাশগুপ্তের ‘ছোট ব্যবসা বড়ো পুঁজি বড়ো আক্রমণ’। পাওয়া যাচ্ছে অসমের পত্রিকা ‘নাইনথ কলাম’ পত্রের উত্র-পূর্ব ভারতের ‘দেশভাগ- দেশত্যাগ’ নিয়ে বিশেষ সংখ্যা। এই মেলাতেই বেরিয়েছে প্রাক্তন বেতার ঘোষক দিলীপ ঘোষের গল্প সংগ্রহ ‘প্রবহমান’। |
|
|
|
|
|