টুকরো খবর |
যুবকেন্দ্র ভাড়া দেওয়ার শর্ত |
নিজস্ব সংবাদদাতা |
পুলিশের ছাড়পত্র না থাকলে মৌলালি যুবকেন্দ্র কাউকে ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল। ওই নির্দেশের জেরেই শুক্রবার মৌলালি যুবকেন্দ্র ভাড়া করতে গিয়ে প্রত্যাখ্যাত হল মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত শূর জানান, কেন্দ্রীয় সরকারের নয়া পেনশন প্রকল্প সম্পর্কে ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ে একটি কনভেনশন করার জন্য ওই হল ভাড়া করতে গিয়েছিলেন তাঁরা। তাঁদের ওই নির্দেশিকা দেখিয়ে বলা হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া হল ভাড়া দেওয়া হবে না। বিষয়টিকে সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারের উপর আক্রমণ বলে মনে করছে এপিডিআর। তবে যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের যুক্তি, “যতগুলি যুবকেন্দ্র আছে, সব ক’টিতেই অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি নিতে হবে। সে স্কুল-কলেজ বা অন্য যে প্রতিষ্ঠানই অনুষ্ঠান করুক। এই ব্যবস্থা করা হয়েছে প্রেক্ষাগৃহের নিরাপত্তার কথা ভেবে। ভাঙচুর হলে তা মেরামতের ব্যাপার থাকে তো!”
|
হাঙ্গামায় বরখাস্ত দুই রেলকর্মী |
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার-সহ কয়েক জন রেলকর্তাকে হেনস্থা, ভাঙচুর এবং কাজ বন্ধ করে মারমুখী আন্দোলন করার অভিযোগে দুই রেলকর্মীকে বরখাস্ত করল পূর্ব রেল। বুধবার রাতে শিয়ালদহে ডিআরএম দফতরের পার্সোনাল বিভাগের এক মহিলা প্রতিবন্ধী কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। পরের দিন সেই খবর রটতেই ওই দফতরের কয়েকশো কর্মী বিক্ষোভ শুরু করেন। ভাঙচুরের সঙ্গে সঙ্গে অফিসারদের ধাক্কাধাক্কিও করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ দেওয়া দেওয়াতেই ওই মহিলা কর্মী আত্মঘাতী হয়েছেন। রেলের তদন্তে জানা যায়, হাঙ্গামা চালানো হয়েছিল দুই কর্মীর নেতৃত্বে। তার পরেই ওই দু’জনকে বরখাস্ত করা হয়। রেল-কর্তৃপক্ষের বক্তব্য, ওই দুই কর্মী রেলের কোনও স্বীকৃত ইউনিয়নের সমর্থক নন।
|
সেপটিক ট্যাঙ্কে মিলল হাড়গোড় |
সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে বেরোল খুলি ও হাড়গোড়। শুক্রবার সকালে, বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মিলননগরের একটি বাড়িতে। এর জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওই বাড়ির এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধার হওয়া খুলি ও হাড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি প্রয়াত নিশীথ চৌধুরী নামে এক ব্যক্তির। এলাকায় তিনি মন্টু ডাক্তার নামেই পরিচিত ছিলেন। বৃহস্পতিবার রাতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে আসা সাফাইকর্মীরা ট্যাঙ্কে কঙ্কালের খুলি, হাড়গোড় ও কিছু ঝুটো গয়না দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিশীথবাবুর পরিবার সূত্রে খবর, তাঁর চেম্বারে একটি কঙ্কাল রাখা থাকত। নিশীথবাবুর মৃত্যুর পরে চেম্বার ভেঙে ফেলা হয়। তখন কঙ্কালটি বাড়ির পিছনে রাখা ছিল। সেখানেই ওই সেপটিক ট্যাঙ্ক। পরিবারের সদস্যদের ধারণা, ওই হাড়গোড় কোনওভাবে সেপটিক ট্যাঙ্কে পড়ে যেতে পারে।
|
বাস চালানো বন্ধ |
পরিবহণমন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে জোর করে রুটে বাস ঢোকানোর অভিযোগ তুলে বাস চালানো বন্ধ করে দিলেন ২২১ নম্বর রুটের মালিকেরা। বাস-মালিকদের সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস্’-এর নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত ওই রুটের সভাপতি বিশ্বানাথ দে-র অভিযোগ, “বৈধ পারমিট না থাকা সত্ত্বেও দু’বছর আগে এই রুটে দু’টি বাস চালানোর চেষ্টা হয়েছিল। আমরা সে সময়ে কলকাতা হাইকোর্টে মামলা করি। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তা সত্ত্বেও মন্ত্রী জোর করে ওই দু’টি বাসকে রুটে চালাতে চাইছেন। তার প্রতিবাদেই আমরা বাস বন্ধ রেখেছি।” মদনবাবু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটা হতে পারে না। তবুও আমি খবর নিচ্ছি।”
|
মেট্রোর ভাড়া |
১০-১২ বছর ভাড়া বাড়েনি। পাতাল রেলে এ বার ভাড়া বাড়ানো দরকার বলে মনে করেন মেট্রো-কর্তৃপক্ষ। শুক্রবার বেঙ্গল ন্যাশ্যনাল চেম্বার অফ কমার্সে এ কথা জানান মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যাম। তিনি বলেন, “মেট্রো চলছে না-লাভ, না-ক্ষতি অবস্থায়। রেলের একটি কমিটি মেট্রোর ভাড়ার বিষয়টি খতিয়ে দেখছে। তার পরে রেল বাজেটে সিদ্ধান্ত হবে।” মেট্রোর ভাড়া যে বাড়তে পারে, এর আগে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও সেই ইঙ্গিত দিয়েছেন। কলকাতা মেট্রোর ভাড়া এখন দেশের অন্য সব মেট্রোর চেয়ে কম। এমনকী মহানগরীর বাসের ভাড়ার চেয়েও কম। কলকাতায় বাসের ন্যূনতম ভাড়া এখন পাঁচ টাকা। মেট্রোর ন্যূনতম ভাড়া চার টাকা।
|
ধৃত প্রোমোটার |
টাকা নিয়েও ফ্ল্যাট না-দেওয়ার অভিযোগে এক প্রোমোটারকে শুক্রবার গ্রেফতার করা হয়াছে। পুলিশ জানায়, ধৃতের নাম অলক সেনগুপ্ত। বাড়ি যাদবপুর এলাকায়। দু’বছর আগেই ক্রেতা সুরক্ষা আদালত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। ক্রেতা সুরক্ষা দফতরের কলকাতা ফোরামের সভাপতি শঙ্করদাস নাথ বলেন, “প্রবীরকুমার সাহা নামে যোধপুরের এক বাসিন্দা ২০০৮ সালে ফ্ল্যাট কেনার জন্য ওই প্রোমোটারকে দু’লক্ষ ২০ হাজার টাকা দেন। ফ্ল্যাটের দাম দু’লক্ষ ৭২ হাজার টাকা। প্রবীরবাবুকে ফ্ল্যাট দেননি প্রোমোটার।”
|
জল বন্ধ থাকবে |
পাইপলাইনের মেরামতির জন্য আজ, শনিবার দুপুরের পর থেকে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফের স্বাভাবিক হওয়ার কথা রবিবার সকালে। শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, গার্ডেনরিচের সরবরাহ বন্ধ থাকায় সকাল ১০টার পর থেকে কালীঘাট, গরফা ও রানিকুঠি বুস্টার পাম্পিং স্টেশন থেকে পরিস্রুত জল সরবরাহ হবে না। ফলে পুরসভার ৮, ৯, ১০ ও ১১ নম্বর বরোর কিছু এলাকায় দুপুরের পর থেকে জল বন্ধ থাকবে।
|
ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক |
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। শুক্রবার, নিউ টাউনের বালিগুড়ি থেকে। পুলিশ জানায়, ধৃতের নাম মোশারেফ আলি। অভিযোগ, এ দিন ভোরে বছর পঞ্চাশের এক ভবঘুরে মহিলাকে ধর্ষণ করে মোশারফ। স্থানীয়েরাই তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। ধৃতকে জেল হেফাজত দিয়েছে আদালত। |
|