জামিন পেলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়, দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি সৌরভ প্রসাদ-সহ ৭ কর্মী সমর্থক। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁদের অন্তর্বর্তী জামিন দেন। ২৯ জানুয়ারি বালুরঘাটে উত্তরবঙ্গ উৎসবে মন্ত্রীদের কালো পতাকা দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ছাত্র নেতারা। পরের দিন, পুলিশ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। বিচারক পুলিশকে কেস ডায়েরি দাখিল করার নির্দেশ দেন। ধৃতদের আইনজীবী বিশ্বরূপ চট্টোপাধ্যায় জানান, ধৃত ছাত্র নেতাদের বিরুদ্ধে পুলিশ ৩৫৩ ও ৩৩২ ধারা দিয়ে সরকারি কর্মীকে আঘাত করে জখমের অভিযোগে মামলা দায়ের করেছিল। কিন্তু কেস ডায়েরিতে ওই দুটি ধারার পক্ষে কোনও প্রমাণ পুলিশ দাখিল করতে পারেনি। সংগঠনের রাজ্য সভাপতি রাহুলবাবু বলেন, “মানুষের দুর্দশাকে পাশ কাটিয়ে আগামী বছর উত্তরবঙ্গ উৎসব হলে ফের প্রতিবাদ করব।”
|
রায়গঞ্জে রেল পরিষেবার উন্নয়নের দাবিতে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দ্বারস্থ হল পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার দুপুরে চেম্বার অফ কমার্স ও জেলা কংগ্রেসের যৌথ একটি প্রতিনিধি দল। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে গিয়ে অধীরবাবুর কাছে স্মারকলিপি দেন তাঁরা। সংগঠনের সম্পাদক জয়ন্ত সোম ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে স্লিপার ও শীততাপ কোচ বাড়ানো, রায়গঞ্জে রেক পয়েন্ট চালু করা, দিনের বেলায় রাধিকাপুর-কলকাতাগামী ট্রেন চালু সহ একাধিক দাবি জানানো হয়েছে। তাঁরা জানান, অধীরবাবু অবিলম্বে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
|
বকেয়ার দাবিতে এবার ১৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ করে আন্দোলনের হুমকি দিলেন ঠিকাদারনিযুক্ত পাম্প অপারেটররা। পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের তরফে বৃহস্পতিবার কোচবিহার ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তাদের সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। ওই ইউনিয়নের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরির নর্দান মেকানিকাল ডিভিশন আওতাধীন দুই জেলায় ৩২৫টি পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ প্রকল্প রয়েছে। কাজের ঠিকাদারনিযুক্ত ৬০০ অপারেটর রয়েছেন। প্রতিদিন ১৯৬ টাকা মজুরি হিসাবে টাকা দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। ১২ ডিসেম্বর থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেকানিকাল সাব ডিভিসনের অফিস তালা বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করা হয়। সে তালা এখনও খোলেনি।
|
সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধা পড়ে গণপিটুনিতে গুরুতর জখম বাংলাদেশি দুই যুবক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার সীমান্ত গ্রাম গুপিনগরে। ডিএসপি উত্তম ঘোষ জানান, তাদের বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। ধৃতদের নাম মতিউল রহমান এবং আতাউর রহমান। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার চককরিনা গ্রামে। গত বুধবার রাতে সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে চকভাতশালা, বাদমুলুকে ঢুকে সাইকেল চুরি করে পালাচ্ছিল।
|
দক্ষিণ দিনাজপুর থেকে বদলি হলেন পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি মালদহ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বালুরঘাট থেকে মালদহে গিয়ে দায়িত্ব নেন। দক্ষিণ দিনাজপুরে নতুন পুলিশ সুপার ঝাড়গ্রামের পুলিশকর্তা ভারতীদেবীর আসার কথা। |