প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর ছেলে সহ পাঁচ জন যাত্রী জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সামসি স্টেশন উত্তাল হয়ে ওঠে। বৃহস্পতিবার সকালে সামসি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনটি থাকার সময় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শরিফুদ্দিন সেখ (৫০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের দ্বারকিনারা গ্রামে। উত্তেজিত যাত্রীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। প্রায় একঘ ন্টা অবরোধ চলার পর জিআরপি ও আরপিএফ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে রেল চলাচল স্বাভাবিক করে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম অরুণ শর্মা বলেন, “ঘটনাটি দুঃখজনক।”
রেল সূত্রে জানা গিয়েছে, শরিফুদ্দিন সেখ তার প্রতিবন্ধী (হাঁটতে পারে না) ছেলে নুর হাসানকে মালদহ মেডিক্যাল কলেজে দেখানোর জন্য স্টেশনে সকালে এসেছিলেন। ৪০ মিনিট দেরিতে সকাল ৮ টা ৪০ মিনিটে স্টেশনে কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনটি ঢোকার সময় প্রচণ্ড ভিড় ছিল। ভিড় ঠেলে যাত্রীদের সঙ্গে শরিফুদ্দিনবাবু ছেলেকে নিয়ে ট্রেনের কামরায় ওঠার চেষ্টা করছিল। সেই সময় ভিড়ের ধাক্কায় পা ফসকে শরিফুদ্দিনবাবু লাইনের উপর পড়ে যান। যাত্রীরা চিৎকার শুরু করেও ট্রেনকে থামাতে পারেনি। তিনি ট্রেনে কাটা পড়েন। ট্রেনের ধাক্কায় মারাত্মক জখম হয় প্রতিবন্ধী নুর হাসান। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হন আরও চারজন। তাঁদের মালতিপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। |