বাম জমানায় কৃষি দফতরের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত সিপিএম ও ফরওয়ার্ড ব্লক নেতাদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার দিনহাটার গীতালদহে তৃণমূলের ডাকা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেছেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, “আমার মন্ত্রিত্বের বয়স দেড় মাস। এর মধ্যেই ১৬টা জেলায় ঘুরেছি। কৃষি আধিকারিকদের কাছে বীজ পৌঁছনোর খবর নিয়েছি। নিজে চোখে দেখতে গিয়েছি। আশা করি ভাল ফসল হবে। সিপিএম ফরওয়ার্ড ব্লক কী করেছে, এমন বীজ পাঠিয়েছে যে ফলন হয়নি। বীজ কেলেঙ্কারিতে থাকলে আগামী দিনে জেলে থাকতে হবে।”
কটু মন্তব্যের ধারা এ দিনও অব্যাহত রাখেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তিনি সিপিএম ও ফরওয়ার্ড ব্লক নেতাদের গিরগিটি থেকে ভাগাড়ের শকুনের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কটাক্ষ, “ফরওয়ার্ড ব্লক কৃষি দফতরের দায়িত্বে থেকেও অতীতে চাষিদের জন্য শুধু কুমিরের কান্না কেঁদেছে। গিরগিটি যেমন বাঁচার জন্য রঙ পাল্টায়, সিপিএম, ফরওয়ার্ড ব্লকও ক্ষমতায় থাকার জন্য নীতি পাল্টায়।”
এ দিন কৃষি প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে উদয়ন গুহ বলেন, “রোজ ওঁর কথার জবাব দিতে চাই না। এটুকু বলতে পারি, যোগ্য পদে যোগ্য মানুষদের বসানো জরুরি।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “ক্ষমতায় বসে থেকে ওঁরা যা খুশি বলতে বা করতে পারেন। আমরা আইনের পথেই এ সবের মোকাবিলা করব।” গীতালদহের সভায় পূর্ত দফতরের পরিষদীয় সচিব তথা তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন বিধায়ক অশোক মন্ডল পার্থনাথ সরকারও উপস্থিত ছিলেন। |