ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণে ছাত্রছাত্রীদের সাহায্য করা নিয়ে এসএফআই ও টিএমসিপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি কলেজে। ওই ঘটনায় দুই পক্ষের ৫ জন জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুই সংগঠনের পক্ষ থেকেই শিলিগুড়ি থানায় এফআইআর করা হয়েছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ সরকারের অভিযোগ, এদিন ফাইনাল পরীক্ষার জন্য এসএফআইয়ের কয়েকজন সদস্য ফর্ম পূরণে ছাত্রছাত্রীদের সাহায্য করছিলেন। সেই সময় টিএমসিপি সদস্যরা এসএফআই সদস্যদের মারধর করে। তিনি বলেন, ‘‘বহিরাগতদের নিয়ে গিয়ে আমাদের সমর্থকদের উপরে হামলা চালানো হয়। আমাদের চারজন জখম হয়েছেন। এদের মধ্যে একজনের মাথা ফেঁটে গিয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে।”
টিএমসিপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের তরফে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা লাইন করে ফর্ম পূরণ করার কাজ চলছিল। তাতে কলেজের শিক্ষকরাই সাহায্য করছিলেন। এসএফআইয়ের এক সদস্য ছাত্রীদের লাইনে গিয়ে চেঁচামেচি করায় ছাত্রীরা প্রতিবাদ করে। তাতে এসএফআই বাইরের থেকে কয়েকজন সিপিএম নেতা ও কর্মীকে নিয়ে গিয়ে কলেজে হামলা চালায়। এক টিএমসিপি সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় বলেন, “কলেজে এসএফআইয়ের সংগঠন নেই। তারা বাইরে থেকে লোক এনে গণ্ডগোল করার চেষ্টা করছে।” |