পাশ কাটাতে গিয়ে দু’টি ছোট গাড়ির সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে যীশু আশ্রমের সামনে। মৃতদের নাম আকাশ বর্মন (৩০) এবং প্রভা বৈদ (৫০)। বাড়ি কিসানগঞ্জে। আকাশ একটি ছোট গাড়ির চালক এবং প্রভাদেবী ওই গাড়ির যাত্রী। ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি তিনটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, বাসটি বেপরোয়া ভাবে চলছিল বলে দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “গাড়ি তিনটি আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” |
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র। |
পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কির দিকে যাচ্ছিল। মাটিগাড়ায় খাপরাইল মোড়ের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে বাসটি একটি মালবাহী তিন চাকার অটোকে পাশ কাটানোর চেষ্টা করে। সে সময় উল্টোদিক থেকে একটি মারুতি ভ্যান আসছিল। সেটিকে ধাক্কা মারে বাসটি। অটোটিকেও ধাক্কা মারে। অটোটি ছিঁটকে পাশের খাদে গিয়ে পড়ে। মারুতিটি ভ্যানটি দুমড়ে, মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা মারুতি থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে অটোর চালক সহ বাসের যাত্রী কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আকাশবাবু, প্রবা দেবীর মৃত্যু হয়। প্রভা দেবীর স্বামী কনকবাবু মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।
বাসের যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া ভাবে চলছিল। অটোটিকে পাশ কাটানোর সময় চালক সতর্ক না থাকার ফলেই ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৩১ নম্বর জাতীয় সড়কে প্রতিদিন বেশ কিছু বাস, ট্রাক এবং ছোট গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করে। দু’তিন জায়গায় ট্রাফিক পয়েন্ট থাকলেও গাড়ির গতি নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। ফলে মাঝে মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। |