সরকারি বঞ্চনার অভিযোগ
রকারি খরচে নানা উৎসব হচ্ছে উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসবের উদ্যোক্তারা অনেক আশায় সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। শুধু সাড়া দিয়েছে বিদ্যুৎ দফতর। তারা উৎসব স্থলে একটি স্টলও নিয়েছে। কিন্তু, পর্যটন, বন বা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে সহায়তা মেলেনি। ডুয়ার্স উৎসব কর্তৃপক্ষের অভিযোগ, বাম আমলে শুরু হওয়া উৎসবকে বঞ্চনা করেছে রাজ্যের সরকার।
প্রাক্তন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী যোগেশ বর্মন বলেন, “ডুয়ার্স উৎসব শুরু করার সময়ে সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের তরফে স্টল দিয়ে নানা প্রচার হত। বর্তমানে কেন রাজ্য সরকারের নানা দফতরের স্টল ডুয়ার্স উৎসবে দেওয়া হচ্ছে না বুঝতে পারছি না। অথচ বন দফতর, পর্যটন, তথ্য সংস্কৃতি ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের স্টলে বহু মানুষ সরকারি সুবিধার দিকগুলি জানার জন্য এত দিন ভিড় করেছে। বর্তমান সরকার কেন ডুয়ার্সকে বঞ্চনা করল জানি না।” প্রাক্তন বিধায়ক নির্মল দাস জানান, বাম আমলে ডুয়ার্স উৎসবে আর্থিক সাহায্য করত রাজ্য সরকার। তাঁর অভিযোগ, “তৃণমূল সরকার গঠনের পরে পরপর দু’বছর ডুয়ার্স উৎসব বঞ্চিত। নানা প্রান্তে কোটি কোটি টাকা খরচে উৎসব হচ্ছে।”
উৎসব কর্তৃপক্ষের এই অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেববলেন, “ডুয়ার্স উৎসবের তরফে সরকারি বিভিন্ন দফতরে স্টলের জন্য আবেদন করা হয়েছে কি না জানি না। তবে আমার দফতরে ডুয়ার্স উৎসবে স্টল দেওয়ার বিষয়ে আবেদন করেননি উদ্যোক্তারা। ডুয়ার্স উৎসব শুরুর সময় উত্তরবঙ্গ উৎসব চলছিল। একযোগে এত জায়গায় স্টল দেওয়া সম্ভব নয়। উদ্যোক্তারা উৎসবের তারিখ নিয়ে আলোচনা করলে কিছু সিদ্ধান্ত নেওয়া যেত।” মন্ত্রীর বক্তব্য, “আমার কাছে খবর রয়েছে গত বছর উৎসব কয়েক লক্ষ টাকা প্রতারণার হয়েছে। আদতে কি ঘটেছে তা না জেনে সরকারি ভাবে উৎসবে সামিল হওয়া সম্ভব নয়।”
ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, নবম ডুয়ার্স উসবে পর্যটনের প্রচারের জন্য পর্যটন দফতর, বন দফতর, তথ্য সংস্কৃতি দফতর সহ নানা দফতরে স্টল দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। তৃণমূলের জেলা সাংগঠনিক সভাপতি ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী জানান, ডুয়ার্স উৎসব নিয়ে উদ্যোক্তারা তাঁর সঙ্গে আলোচনা করেননি। ডুয়ার্স উৎসবে সরকারি সাহায্যের জন্য আলোচনা করলে তাঁরা সাহায্যের চেষ্টা করতেন বলে অনিলবাবু জানান। তিনি বলেন, “ এ নিয়ে রাজনীতির অভিযোগ ভিত্তিহীন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.