আলিপুরদুয়ার ২ ব্লকের টটপাড়া ১ পঞ্চায়েতের বিরুদ্ধে দরপত্র বিলিতে দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, সরকারি নিয়ম অমান্য করে টেন্ডার প্রক্রিয়া হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে আলাদাভাবে আন্দোলনে নেমেছে আলিপুরদুয়ার ২ ব্লক কংগ্রেস এবং ঠিকাদারদের একাংশ। প্রশাসন ওই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। ব্লকের ঠিকাদার রতন পাল, সুধাংশু দেবরায় মনোরঞ্জন দাসদের অভিযোগ, “অনিয়মের অভিযোগে বিডিও টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের (এনআইটি ১২) প্রায় দেড় কোটি টাকার টেন্ডার বাতিল করেন। এর পরে একই ভাবে (এনআইটি ১৩) আরেকটি টেন্ডার প্রক্রিয়া করেছে ওই গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়নি। ফলে আমাদের মত বহু ঠিকাদার এই টেন্ডারে অংশ নিতে পারেনি।” কংগ্রেসের জেলা নেতা গজেন বর্মনের অভিযোগ, ওই পঞ্চায়েতে প্রশাসনের সামনেই দুর্নীতি চালাচ্ছে। ব্লকের চাপরের পাড়-১, কোহিনূর, মহাকালগুড়ি তুরতুরি টটপাড়া ১ সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের এমন দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক গ্রাম পঞ্চায়েত কাজ না করে টাকা তুলে নিয়েছেন এমন প্রমাণ রয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী শতদল দেবনাথের অভিযোগ, “তথ্য জানার অধিকার আইনে আমরা জানতে চাইলেও অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তথ্য দিচ্ছে না। মানুষ বিভ্রান্ত হচ্ছেন।” আলিপুরদুয়ার ২ বিডিও সজল তামাং জানান, অভিযোগ খতিয়ে দেখে শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
ইন্দিরা আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বৃহস্পতিবার কংগ্রেসের এই অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে সারাদিন ধরে ধর্না বিক্ষোভ করে। বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এ দিন বিধায়ক জোসেফ মুন্ডার নেতৃত্বে মেটেলি ব্লক কংগ্রেস ওই কর্মসূচি পালন করে। মেটেলি ব্লক কংগ্রেস সভাপতি আবদুল মান্নান, প্রবীণ কংগ্রেস নেতা তুরিকুল মুন্ডা জানান, বিধাননগরের বড়দিঘিীৃ বস্তি এলাকার শিশাডাঙায় ইন্দিরা আবাসের বরাদ্দ টাকা পাইয়ে দেওয়ার জন্য ৫০০ থেকে ২ হাজার টাকা নেওয়া হচ্ছে। বিধাননগর গ্রাম পঞ্চায়েত সিপিএমের প্রধান শান্তি কেরকেট্টা বলেন, “শূন্য টাকার অ্যাকাউন্ট খুললে সম্পূর্ণ টাকা পেতে দেরি হয়ে যায়। কিন্তু সাধারণ নিয়মে ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে দ্রুত টাকা আসে। তা শুনে পঞ্চায়েতের কিছু লোক বাসিন্দাদের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছেন। ওই টাকা তাঁদের অ্যাকাউন্টে আছে।
|
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে পৃথক আন্দোলনে নামল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অতিরিক্ত স্কুল পরিদর্শকের অফিসে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। বিকালে প্রধান শিক্ষকের সাসপেন্ডের দাবিতে ফের আধঘন্টা অবরোধ করে ছাত্ররা। জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত জানান, আলিপুরদুয়ার হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক বিদ্যাভূষণ পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যাভূষণ পোদ্দার বলেন, “অভিযোগ মিথ্যা। তদন্তে তা প্রমাণ হবে।”
|
এক বছর ধরে ধূলোয় ঢাকছে গোটা বাজার। এলাকার বাসিন্দারা জানান, মাস খানেক আগে রাস্তা মেরামতির কাজে হাত দেওয়া হলেও কাজটি থমকে যায়। বহু আবেদন করেও ফল না মেলায় শহর লাগোয়া দুলালের দোকান এলাকার বাসিন্দারা বৃহস্পতি বার দেড় ঘণ্টা ফালাকাটা থেকে পুন্ডিবাড়ি যাতায়াতের ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফালাকাটা ২ পঞ্চায়েত সদস্য গফুর আহমেদ বলেন, “ধূলোয় ঘরে ঘরে মানুষ অসুস্থ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেন সম্পূর্ণ রাস্তা মেরামতি করল না তা বুঝতে পারছি না।”
|
বাম শ্রমিক সংগঠনের ডাকা ২০ ও ২১ ফেব্রুয়ারি বনধ ব্যর্থ করতে প্রয়োজনে সরকারি কর্মীরা আগের দিনই অফিসে আসবেন বলে জানান তৃণমূল প্রভাবিত স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী। বৃহস্পতিবার জলপাইগুড়িতে সংগঠনের জেলা কার্যালয়ের উদ্বোধনের অনুষ্ঠানে তিনি জানান, যাঁদের বাসে বা ট্রেনে অফিসে আসতে হয়, তাঁরা বন্ধের আগের দিনই অফিসে চলে আসবেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা সংগঠনের তরফেই করা হবে। এ দিন থানা মোড় এলাকায় তৃণমূল ফেডারেশনের জেলা কার্যালয়ের উদ্বোধন হয়।
|
ইন্দিরা আবাস প্রকল্পের টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধানের নামে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ১ বিডিও মেঘনা লামাকে বিবেকানন্দ ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রামসাগর রায় ওই অভিযোগ করেছেন। বিডিও বলেন, “অভিযোগ প্রকল্পের টাকার বদলে এক জনের মারফত প্রধান ৭ হাজার টাকা নিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” সিপিএমের প্রধান মীরা সেন এ দিন বলেন, “টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।”
|
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে (জিটিএ) বৈধতা দিতে সংবিধান সংশোধনের আর্জি জানিয়েছিল রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জিটিএ নিয়ে একটি মামলায় কেন্দ্রের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তাদের আইনজীবী জানিয়েছেন, আগামী অধিবেশনে সংসদে এই সংশোধনী প্রস্তাব পেশ করা হতে পারে। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এ দিন আদালতে হাজির না থাকায় মামলাটির শুনানি হয়নি। |