টাউন হলে নিজের আঁকা ছবির প্রদর্শনী করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ওই ছবি বিক্রির টাকা দিয়ে পঞ্চায়েত নির্বাচনের খরচ তুলবেন তিনি। প্রায় ২৪ দিনের সেই প্রদর্শনীতে ছবি বিক্রি করে কত টাকা উঠেছে এবং তা কোন কোন খাতে খরচ হবে, বৃহস্পতিবার তার হিসেব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে ছবি প্রদর্শনীর মূল উদ্দেশ্য পঞ্চায়েত নির্বাচনের কথা উহ্যই রইল।
মমতা এ দিন যা হিসেব দিয়েছেন, তাতে ছবি বিক্রির টাকা থেকে ১০ লক্ষ টাকা তিনি দিচ্ছেন রাজ্যপালের ত্রাণ তহবিলে। ২৫ লক্ষ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। আসন্ন তিনটি বিধানসভা উপ-নির্বাচনে দলের প্রচারের কাজেও ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আরও কিছু টাকা একটি স্প্যাসটিক সোসাইটিতেও দান করা হবে। তবে মমতা নিজেই এ দিন স্বীকার করে নেন, “এ বারে বেশি বিক্রি হয়নি।”
চলতি বছরের ২-১৮ জানুয়ারি টাউন হলে মুখ্যমন্ত্রীর ছবির প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করেছিল তাঁর দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাজার মন্দা থাকায় বিক্রি বাড়াতে পরের দিকে আরও সাত দিন প্রদর্শনীর সময় বাড়ানো হয়। তা চলে ২৫ জানুয়ারি অবধি। |
টাউন হলে নিজের ছবির প্রদর্শনীতে মমতা। —ফাইল চিত্র |
কিন্তু সময় বাড়িয়েও ছবি যে এ বারে ভাল বিক্রি হয়নি এ দিন তা মমতার কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
এর আগে ২০১১ সালে শেষ বার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির প্রদর্শনী করেছিলেন। সে বার অবশ্য ছবি-বিক্রির টাকা থেকে ১ কোটি টাকা তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিলেন। তার আগে ২০০৪ এবং ২০০৭ সালেও নিজের ছবির প্রদর্শনী করেছেন মমতা। ২০০৪ সালে ছবি-বিক্রির টাকা তিনি দান করেছিলেন একটি স্প্যাসটিক সোসাইটিতে। ২০০৭ সালে ছবি-বিক্রির টাকা থেকে ওঠা ১৭ লক্ষ টাকা মমতা দান করেন নন্দীগ্রাম আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সাহায্যার্থে।
এ দিন দুপুরে মহাকরণ থেকে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, আসন্ন বাজেট অধিবেশন এবং লেপচা উন্নয়ন পর্ষদ গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতেই রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যদিও মহাকরণ থেকে রাজভবন যাওয়ার পথে মমতা সে কথা স্বীকার করেননি। তিনি বলেন, “রাজ্যপালের সঙ্গে একটু গল্প করে আসি। আজ আর ফিরব না। কাজ নেই তো!” এর পরেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালকে সদ্য-প্রকাশিত তাঁর একটি বই উপহার দেবেন। সঙ্গে থাকছে ছবি বিক্রি করে তোলা ১০ লক্ষ টাকার চেক। সেটি তিনি দেবেন রাজ্যপাল ত্রাণ তহবিলে।
ছবি-বিক্রির টাকা দিয়ে দলের খরচ চালাবেন বলে অনেক বারই ঘোষণা করেছেন মমতা। এমনকী, কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেও তিনি বলেছেন, কেন্দ্র যদি রাজ্যের প্রাপ্য টাকা না দেয়, ছবি বিক্রি করে সেই টাকা তুলবেন। ৯ ফেব্রুয়ারি থেকে পানাগড়ে যে মাটি উৎসব শুরু হচ্ছে, সেখানেও তাঁর ছবি বিক্রি করে টাকা তোলার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী। |