টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের

বিষ্ণুপুরে দুর্ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।
লরির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক চালকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দ্বারকেশ্বর সেতুর কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবলু গরাই (৩৭)। বাঁকুড়া শহরের লোকপুরে তাঁর বাড়ি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর ভাবে জখম হয়েছেন লরির চালক। তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি দু’টি আটক করা হয়েছে। প্রায় একই সময়ে সাইকেলে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের বাইপাস রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কার্তিক গরাই (২২)। বিষ্ণুপুরের মহাপাত্র পাড়ায় তাঁর বাড়ি। ময়না তদন্তের জন্য দেহ দু’টি হাসপাতালে পাঠানো হয়েছে।

অস্ত্র, জাল নোট রাখায় কারাদণ্ড
বেআইনি আগ্নেয়াস্ত্র ও জালনোট রাখার অপরাধে কারাদণ্ড হল এক ব্যক্তির। বুধবার পুরুলিয়া ফাস্ট ট্র্যাক ১ নম্বর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক রাজশ্রী বসু অধিকারী এই নির্দেশ দেন। সরকার পক্ষের আইনজীবী বিপ্লব সেন জানান, ২০১১ সালের মার্চ মাসে পুরুলিয়া মফস্সল থানার ডিগসিলি গ্রামের বাসিন্দা রবি রজককে পুলিশ গ্রেফতার করে। তাঁর কাছ থেকে ৫০০ টাকার ১০টি জাল নোট ও বেআইনি ভাবে রাখা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বিচারক অভিযুক্তকে ৫ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

শহিদ মেলা
চেলিয়ামায় ঝাড়খন্ড মুক্তি মোর্চার উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের শহিদ মেলা। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন ঝাড়খন্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুধীর মাহাতো। রঘুনাথপুর ২ ব্লক এলাকায় ১৯৯৪ সালে ঝাড়খন্ড মুক্তি মোর্চার মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় সুনীল মাণ্ডির। ১৯৯৬ সালে রাজনৈতিক বিবাদে খুন হন আরও এক দলীয় কর্মী বৃন্দাবন বাগদি। তাঁদের স্মরণে প্রতি বছর শহিদ মেলার আয়োজন।

ট্রেনে কাটা
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে বাঁকুড়া-রায়নগর রেলপথে ইন্দাস-শাকরুল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। জিআরপি জানিয়েছে, মৃত শুভাশিস দাসের (২৩) বাড়ি ইন্দাস থানার হিয়াতনগর গ্রামে। রেললাইন পার হওয়ার সময় সেহারাবাজারগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রশিক্ষণ শিবির
তিন দিনের মৎস্য প্রশিক্ষণ শিবির হল নিতুড়িয়া থানার ভালডুবি গ্রামে। ডিভিসি-র এসআইপি প্রকল্পে আয়োজিত ওই শিবিরে প্রশিক্ষণ নেন স্থানীয় বাসিন্দারা। যোগ দেন নিতুড়িয়া ও রঘুনাথপুর ২ ব্লকের রায়বাঁধ, গুনিয়াড়া ও নিলডি পঞ্চায়েতের ৪০ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.