|
|
|
|
মাধ্যমিকে বাড়তি কেন্দ্র পশ্চিমে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ফলে, বাড়তি টেনশন থাকেই। তার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই যদি প্রচুর সময় লেগে যায়, তবে পরীক্ষার্থীদের ক্লান্তি বাড়ে। দেখা দেয় ক্ষোভ। এমন ভোগান্তি এড়াতে এ বার পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিকের পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হল। গত বছর জেলায় পরীক্ষা কেন্দ্র ছিল ১২৯। এ বছর তা বেড়ে হল ১৪৩। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় বলেন, “ছাত্রছাত্রীদের সুবিধের জন্যই পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হল। সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব শেষ করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।”
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ বারে মাধ্যমিক। পরীক্ষা-পর্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলাস্তরে এক বৈঠক হয়েছে। তাতে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরে দু’টি বৈঠক হয়েছ। প্রথম বৈঠকটি হয় শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠে (বালিকা)। সেখানে মূল পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বৈঠকটি হয় জেলা কালেক্টরেটের সভাগৃহে। পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে পানীয় জল, শৌচাগার প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থা থাকে, সময় মতো পুলিশ মোতায়েন করা হয়, এ সব নিয়েই বৈঠকে আলোচনা হয়।
জেলায় এ বার যে ১৪৩টি পরীক্ষাগ্রহণ কেন্দ্র রয়েছে, তার মধ্যে মূল কেন্দ্র ৯৫টি। উপকেন্দ্র ৪৮টি। পরীক্ষার্থী ৬৯ হাজার ৩৬১ জন। গত বছর সংখ্যাটা ছিল ৬৭ হাজার ৮৬৪ জন। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ২৯ জন বন্দি এ বার মাধ্যমিক পরীক্ষা দেবেন। গত বছর দিয়েছিলেন ১৭ জন। সংশোধনাগারের পরীক্ষার্থীদের মধ্যে ২০ জন সাজাপ্রাপ্ত বন্দি। বাকি ৯ জন বিচারাধীন। এঁদের মধ্যে আবার ৮ জনকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। হাতে আর বেশি সময় নেই। তাই সংশোধনাগারের অন্দরেও পরীক্ষার প্রস্তুতি চলছে পুরোদমে। |
|
|
|
|
|