পুরভবনে সিটুর পতাকা নামিয়ে কার্যালয়ে তালা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাম পরিচালিত হলদিয়া পুরসভার বিরুদ্ধে তৃণমূলের লাগাতার বিক্ষোভ চলছিলই। তারই মধ্যে পুরভবন চত্বরে সিটু পরিচালিত স্থায়ী কর্মচারী সংগঠনের কার্যালয়ে পতাকা খুলে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার পরে সন্ধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন সিটু নেতৃত্ব। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। |
|
তালা পড়েছে সিটুর এই কার্যালয়ে।—নিজস্ব চিত্র। |
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ বেশ কিছু বহিরাগতকে পুরভবনের পিছনে থাকা সিটুর কর্মচারী সংগঠনের ওই কার্যালয়ে চড়াও হতে দেখা যায়। বন্ধের সমর্থনে লাগানো সিটুর পোস্টার ছিঁড়ে দেয় তারা। এরপর বাইরে শহিদবেদিতে লাগানো সিটুর দলীয় পতাকা নামিয়ে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বহিরাগতরা। এই ঘটনায় সিটুর তরফে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। কর্মচারী সংগঠনের সম্পাদক অশোক পাত্রের দাবি, “কিছু দিন ধরে ওই পতাকা খুলে দেওয়ার হুমকি দিচ্ছিলেন তৃণমূলের আজিজুল রহমান। এ দিন ওঁর নেতৃত্বেই পতাকা নামিয়ে, পোস্টার ছিঁড়ে তালা লাগিয়েছেন তৃণমূলের সমর্থকেরা।”
অভিযুক্ত তৃণমূল নেতা আজিজুল রহমান বলেন, “পুরসভা চত্বরে বিশেষ কোনও সংগঠনের পতাকা ওড়ায় আপত্তি রয়েছে ঠিকই। তবে এই ঘটনায় আমি বা দলের কেউ যুক্ত নয়। ভিত্তিহীন অভিযোগ। আমি সারাদিন আদালতে একটি মামলার জামিনে ব্যস্ত ছিলাম।” বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডলও বলেন, “আমরা প্রকাশ্যেই সিটুর পতাকা পুরভবনের চত্বর থেকে সরাতে বলেছিলাম। তবে আমাদের কেউ এ দিনের ঘটনায় যুক্ত নন।” |
|