|
|
|
|
সভাপতিকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুলের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে নির্বাচন করায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলের লোকেরা।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির অফিসে ঘটনাটি ঘটে। সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখান ব্লকের সাগরবাড় এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। |
|
কোলাঘাটে তৃণমূলের বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর সাগরবাড় বান্ধব সত্যেশ্বর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আলাদা প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তৃণমূলের মনোনীত প্রার্থীদের হারিয়ে জয় হয় কংগ্রেস প্রার্থীদের। এখন আবার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসেবে স্থানীয় সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সুরজিৎ মাইতিকে মনোনীত করেছেন অসিতবাবু। নিজেকে তৃণমূলের সাগরবাড় অঞ্চল সভাপতি দাবি করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া উসিয়ার রহমানের অভিযোগ, “বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দলীয় প্রার্থীরা হারার পর আমরা পঞ্চায়েত সমিতির মনোনীত প্রতিনিধি হিসেবে দলের এক জনের নাম সুপারিশ করেছিলাম। কিন্তু তা না মেনে কংগ্রেস প্রধান সুরজিৎকে মনোনীত করেছেন অসিতবাবু। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে।” অসিতবাবু অবশ্য কোনও বিক্ষোভ হয়েছে বলে মানতে চাননি। তিনি শুধু বলেন, “আমাকে না জানিয়েই দলের কিছু কর্মী-সমর্থক এ দিন আমার অফিসে এসেছিলেন। তাঁরা দলীয় ভাবে কিছু বক্তব্য জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি আমার বক্তব্য জানিয়েছি।” অসিতবাবুর কথায়, “স্কুল ভোটে দলীয় ভাবে লড়াই হয় না। তাই দলীয় প্রার্থীদের হারানোর অভিযোগ ঠিক নয়। পঞ্চায়েত সমিতিতে সিদ্ধান্ত নিয়েই সুরজিৎবাবুকে প্রতিনিধি মনোনীত করা হয়েছে। সুরজিৎবাবু আগেও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য ছিলেন। তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।” একমত কোলাঘাটের তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। তিনি বলেন, “বিক্ষোভে দলের কিছু লোক ছিল মাত্র। দল থেকে বহিষ্কৃত এক জনের মদতে এই ঘটনা ঘটেছে।” |
|
|
|
|
|