বিশ্ব ফুটবলে নাটকীয় রাত: হার ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্সের
তেইশ বছর আগের ইতিহাস ফিরে এল ওয়েম্বলিতে
ব্রাজিলের বিরুদ্ধে জয়। তাও আবার ২৩ বছর পর। মানো মেনেজেসের হাত থেকে দায়িত্ব নিয়ে প্রথম বড় ম্যাচেই ফ্লপ লুই ফিলিপ স্কোলারি।
দু’দেশের ছবিটা তাই দু’রকমের। ইংল্যান্ড জুড়ে ব্রাজিলকে ২-১ হারানোর তৃপ্তি, উল্লাসও। ও দিকে স্কোলারি ও রোনাল্ডিনহোর প্রত্যাবর্তনের জুয়ায় শুধুই হতাশা। পেনাল্টি থেকে গোল করতে না পারায় রোনাল্ডিনহো যেন আরও বড় খলনায়ক। মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনীয় বলে যাঁকে দাবি করছে ব্রাজিল, সেই নেইমারের ঔজ্জ্বল্যকেও ম্লান করে দিলেন রয় হজসনের দল। পুরনো চাল যে সত্যিই ভাতে বাড়ে, এ কথা প্রমাণ করার জন্য বুধবার রাতের ওয়েম্বলিতে রুনির পাশাপাশি ল্যাম্পার্ডের গোলই যে যথেষ্ট, তাও বলতে শুরু করেছে ফুটবলদুনিয়া। আগামী বছরই নিজেদের দেশে বিশ্বকাপ। তার আগে কনফেডারেশন কাপ। এ রকম সময় ইংল্যান্ডের কাছে দু’দশকেরও পরে হার ব্রাজিলের কাছে ধাক্কা বইকী!
ইংরেজ গোলকিপার জো হার্ট রোনাল্ডিনহোর পেনাল্টি আটকে দেওয়ার পর দেশের হয়ে ৩৩ নম্বর গোলটি করেন ওয়েন রুনি। বিরতির ঠিক পরেই গ্যারি কাহিলের ভুল কাজে লাগিয়ে ১-১ করে ব্রাজিলকে লড়াইয়ে ফেরান ফ্রেড। কিন্তু দ্বিতীয়ার্ধেই যে ক্লেভারলের জায়গায় নেমে পড়েছিলেন বহু যুদ্ধের সৈনিক ল্যাম্পার্ড। তাঁর হাওয়ায় ভাসানো ও নিখুঁত হিসেব কষা শট যে ব্রাজিল গোলকিপার জুলিও সিজারকে কিছুই টের পেতে না দিয়েই জালে ঢুকবে, তা ভাবাই যায়নি। ল্যাম্পার্ডের গোলটা যেন ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডিনহোর সেই বিখ্যাত ফ্রিকিক গোলের জবাব!

পেনাল্টি ফস্কালেন। ফিরতি বলেও গোল করতে ব্যর্থ রোনাল্ডিনহো।
ল্যাম্পার্ডের গত রাতের গোলের পর চেলসি ঝাঁপিয়ে পড়েছে তাঁকে যে ভাবেই হোক রেখে দিতে। যাঁকে ক’দিন আগেই প্রায় বিদায় জানিয়েই দিয়েছিলেন কর্তারা। অন্য দিকে, অ্যাশলে কোলের মতো শততম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় হয়ে রইল না রোনাল্ডিনহোর। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটা স্মারক টি-শার্টই যা পেলেন। যে নেইমার বলেছিলেন, “ইংল্যান্ড স্পেন না আর্জেন্তিনা যে, ভয় পেতে হবে?”, সেই নেইমারকে ডানা মেলতেই দেননি ইংরেজ ডিফেন্ডাররা। ২৩ বছর আগে ওয়েম্বলিতেই লিনেকারের গোলে ব্রাজিলকে শেষ হারিয়েছিল ইংল্যান্ড। ব্রাজিলকে ইংল্যান্ডের দু’গোল দেওয়ার নজির ২৯ বছর আগে, মারাকানায়। তবে প্রচারে, উল্লাসে, বাহুল্যে যেন সে সব সাফল্যকে ছাপিয়ে গেল এই জয়।

দুই ভাগ্য দুই কিংবদন্তির
হতাশ রোনাল্ডো
মেসিকে গোল করতে দিল না সুইডেন। কিন্তু এল এম টেনের আর্জেন্তিনার তাতে ৩-২ জিততে অসুবিধে হল না। রোনাল্ডো গোল পেলেন। তাতেও অবশ্য সি আর সেভেনের পর্তুগাল ২-৩ হেরে গেল ইকুয়েডরের কাছে। আর্জেন্তিনার গোল করেন ইগুয়াইন (২) ও আগেরো। ইকুয়েডরের বিরুদ্ধে রোনাল্ডো ১-১ করলেও পতুর্গালের জালে আরও দু’বার বল ঢোকান পেরেইরা (আত্মঘাতী) ও কাইসেদো।
দুই হেভিওয়েট ফুটবল দেশের লড়াইয়ে ফ্রান্সকে তাদের মাঠে নেমে ২-১ গোলে হারায় জার্মানি। ভালবুয়েনার গোলে ফ্রান্স প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর গোল করেন জার্মানির মুলার ও খেদিরা। বিশ্বকাপ এবং ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন একঝাঁক নতুন মুখকে প্রথম দলে প্রথম বার রেখেও ৩-১ জিতেছে উরুগুয়ের বিরুদ্ধে। ফাব্রেগাসের করা গোল উরুগুয়ের রদ্রিগেজ শোধ করলেও বিরতির পর স্পেনের হয়ে একাই দু’টো গোল করেন পেদ্রো।

ভক্তের আশীর্বাদ ভগবানকে। সুইডেনের বিরুদ্ধে
ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই মেসির সঙ্গে দর্শক।
বিশ্বকাপ ফাইনালিস্ট ইতালি ইনজুরি সময় গোল শোধ করে কোনও রকমে ১-১ ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। প্রথমার্ধে ডাচদের এগিয়ে দেন লেন্স। ৯১ মিনিটে ইতালির ভেরাত্তি সমতা ফেরান। সব মিলিয়ে বুধবার রাতে ইউরোপ জুড়ে কুড়িটা ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ ছিল। যেখানে একমাত্র এশিয়ান দেশ হিসেবে খেলে দক্ষিণ কোরিয়া চার গোল খেয়েছে ক্রোয়েশিয়ার কাছে।

ছবি: এএফপি




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.