টুকরো খবর
সোমদেবের পরামর্শ চাইল এআইটিএ
ভারতীয় টেনিসের সমস্যা সমাধানে বিদ্রোহী জোটের সঙ্গে এআইটিএ যে ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে, তার প্রমাণ দিতে এ দিনই সোমদেব দেববর্মনের কাছে পরবর্তী ডেভিস কাপ টাইয়ের কোর্ট নিয়ে পরামর্শ চাইল জাতীয় টেনিস সংস্থা। কর্নাটক টেনিস সংস্থা এপ্রিলে ইন্দোনেশিয়া টাই আয়োজন করতে চাইছে। তারা মাঝারি গতির ও বাউন্স সহায়ক কোর্ট দেবে জানিয়েছে। সোমদেব যে ধরনের কোর্টে খেলতে সবচেয়ে স্বচ্ছন্দ। দেশের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় হিসেবে সোমদেবের কাছেই এই ব্যাপারে পরামর্শ চেয়েছে এআইটিএ। এবং অপেক্ষায় আছে তাঁর উত্তর এলে সেই মতো টাইয়ের জায়গা চূড়ান্ত করবে। পাশাপাশি অবশ্য সোমদেবদের নতুন দাবিনির্বাচকদের কমিটি ও এক্সিকিউটিভ কমিটির অর্ধেক তৈরি করতে হবে খেলোয়াড়দের নিয়ে, যা এ দিনই খারিজ করে দিয়েছেন কর্তারা। এআইটিএ-র সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “ওরা এআইটিএ-র প্রশাসনে আসার নিয়মই ঠিক করে জানে না। অলিম্পিক সংস্থা, আন্তর্জাতিক টেনিস সংস্থা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের গাইডলাইন অনুযায়ী এআইটিএ-কে চলতে হয়। কমিটিতে সরাসরি ঢুকে পড়া যায় না।”

ফুটবলে কেউ ডোপিংয়ে জড়িত নয়:রোনাল্ডো
গড়াপেটার অভিযোগে যখন বিশ্ব ফুটবল তোলপাড়, তখন ফুটবলে কোনও ধরনের ডোপিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলে ডোপিংয়ের সমস্যাকে পুরোপুরি খারিজ করে রোনাল্ডো বলছেন, পারফরম্যান্স বর্ধক ড্রাগের ব্যবহার দলের খেলায় কোনও পরিবর্তন আনতে পারে না। ফুটবল খেলাকে একশো শতাংশ ক্লিনচিট দিয়ে রোনাল্ডো বলছেন, “ফুটবল একার খেলা নয়। দলের সকলের মিলিত প্রচেষ্টা ফুটবল খেলার জন্য জরুরি। তাই ডোপিং করে কেউ খেলাটাকে বদলে দেবে, সেটা সম্ভব নয়। আর আমি হলফ করে বলতে পারি যে, ফুটবলে কেউ ডোপিংয়ের সঙ্গে জড়িত নয়।” রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহোর সঙ্গে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় রোনাল্ডোর উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে উড়িয়ে দিয়ে রোনাল্ডো বলছেন, “ড্রেসিংরুমের ঝামেলা ড্রেসিংরুমেই মিটিয়ে ফেলা উচিত। এই ধরনের ঘটনা প্রায়শই হয়ে থাকে। তবে এখন সব ঠিক হয়ে গেছে।”

জাতীয় টেনিসে নেই জাতীয় তারকারা
যথারীতি ডেভিসকাপারদের ছাড়াই সাউথ ক্লাবে শুরু হচ্ছে জাতীয় গ্রাসকোর্ট চ্যাম্পিয়নশিপ। এমনকী সদ্য কোরিয়া টাইয়ে খেলা রঞ্জিত ও বিজয়ন্তও আসছেন না। যদিও পুরস্কারমূল্য এ বার বেড়ে সাত লাখ টাকা। ১১-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গলসে এই মুহূর্তে ফেড কাপে দেশের প্রতিনিধিত্ব করা অঙ্কিতা রায়না, ঋষিকা সানকারাদের আগামী সপ্তাহে সাউথ ক্লাবে দেখা যাবে। তা সত্ত্বেও দুই বিভাগে দুই বর্ষীয়ান নীতিন কীর্তনে ও রুশ্মি চক্রবর্তীকেই একমাত্র তারকা বলা যায়। বিরক্ত উদ্যোক্তা জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই এআইটিএ-কে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, জাতীয় টেনিসের আকর্ষণ ফেরাতে জাতীয় প্লেয়ারদের ভবিষ্যতে এই টুর্নামেন্টে যোগদান বাধ্যতামূলক করা।

প্রবীণ যখন জিদান
প্রবীণ কুমার কি জিনেদিন জিদান হয়ে গেলেন! ভারতীয় বোর্ডের কর্পোরেট ট্রফির ম্যাচে বিপক্ষের ক্রিকেটারকে নাকি ঢুঁসো মেরেছেন প্রবীণ। এমন অভিযোগই উঠেছে। এও জানা গিয়েছে, প্রবীণ কুমার সম্পর্কে ম্যাচ রেফারি ধনঞ্জয় সিংহ রিপোর্টে লিখেছেন, “মানসিক ভাবে খেলার অযোগ্য।” এ দিন ইনকাম ট্যাক্সের এক ক্রিকেটারকে কুৎসিত ভাবে গালাগাল করেন ওএনজিসি-র প্রবীণ। পরে তাঁকে ঢুঁসোও মারেন বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত প্রবীণের একটা বাউন্সারে। ব্যাটসম্যান ছিলেন ইনকাম ট্যাক্সের অজিতেশ আর্গল। ডেলিভারির পর আম্পায়ারের কাছে আর্গল জানতে চান, বলটা নো হয়েছিল কি না। এতেই রেগে গিয়ে আর্গলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন প্রবীণ।

হাসপাতালে প্রবীর
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীর মুখোপাধ্যায়। পিচের তদারকির সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে অজ্ঞান হয়ে যান প্রবীরবাবু। রক্তচাপ কম থাকায় তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সিএবি-র যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রবীরবাবু এখন ভাল আছেন।

মিতালিদের জয়
মহিলাদের বিশ্বকাপ অভিযান সাত নম্বরে থেকে শেষ করল মিতালি রাজের ভারত। বৃহস্পতিবার পাকিস্তানকে ছ’উইকেটে হারিয়ে দিলেন মিতালিরা। ব্যাট করে পাকিস্তান তোলে ১৯২। এর পর মিতালির সেঞ্চুরি (১০৩) ভারতকে সহজেই ম্যাচ জেতায়।

রায়নার সেঞ্চুরি
ইরানি ট্রফির দ্বিতীয় দিনে সুরেশ রায়নার (১৩৪) সেঞ্চুরির ওপর ভর করে অবশিষ্ট ভারত তুলল ৫২৬। জবাবে মুম্বই ১৫৫-২। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় ওয়াসিম জাফরের (৮০)। সচিন এখনও নামেননি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.