সিপিএমের কার্যালয়ে ভাঙচুর বাঁশবেড়িয়ায় |
দরজার তালা ভেঙে সিপিএমের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়ার শিবপুর কদমতলায়। সিপিএম নেতৃত্বের সন্দেহের তির তৃণমূলের দিকে। কার্যালয়ের ভিতরে টিভি, চেয়ার ভাঙচুর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় দলীয় পতাকা। কাগজপত্র তছনছ করা হয়। বৃহস্পতিবার সকালে তদন্তে আসে মগরা থানার পুলিশ। সিপিএম নেতা কানাই মজুমদার বলেন, “যারা রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং সিপিএমের উপরে হামলা করছে তারাই এ কাজ করেছে।” স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্তের বক্তব্য, “ওরা নিজেরাই নিজেদের কার্যালয়ে সামান্য ভাঙচুর করে সহানুভূতি কুড়োনোর জন্য নাটক করছে।”
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার আমতা থানার বসন্তপুর ভেটকেপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শামিনা বেগম (২২)। বছর দুই আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। অভিযোগ, বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে চলছিল অত্যাচার। শামিনার স্বামী-সহ সাত জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
হামলায় গ্রেফতার তিন দুষ্কৃতী |
দুই ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ব্যান্ডেলের বিভিন্ন জায়গা থেকে নন্দন পাসি, মহম্মদ নৌসাদ ওরফে নাটু এবং কৃষ্ণ কাহার ওরফে কালুকে ধরা হয়। রবিবার রাতে ব্যান্ডেল স্টেশন রোড এলাকার একটি দোকানে ডাকাতির চেষ্টা করে কিছু সশস্ত্র দুষ্কৃতী। ব্যবসায়ীরা রুখে দাঁড়ানোয় তারা বোমা ছোড়ে। জখম হন দুই ব্যবসায়ী।
|
গাঁজা-সহ দুষ্কৃতী ধৃত হিন্দমোটরে |
গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার রাতে বেশ কয়েক কিলোগ্রাম গাঁজা-সহ গৌতম মাঝি নামে ওই দুষ্কৃতীকে বিড়লা মোড় থেকে ধরে পুলিশ। তার বাড়ি মুর্শিদাবাদের বড়ঞায়। উদ্ধার হওয়া গাঁজার বাজারদর লক্ষাধিক টাকা। গৌতমের বিরুদ্ধে উত্তরপাড়া ও ডানকুনিতে খুনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। |