সম্প্রতি গোবরডাঙার খাঁটুরায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় চারদিন ধরে অনুষ্ঠিত হল খাঁটুরা শিল্পাঞ্জলি উৎসব। রাজ্য সরকারের লোকরঞ্জন শাখার উদ্যোগে উৎসবে পরিবেশিত হয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। উদ্যোক্তা সংস্থার তরফে মঞ্চস্থ হয় শিশুনাটক ‘বেগুন পুরাণ’। ছিল মণিপুরের শিল্পীদের নৃত্যানুষ্ঠান। অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয় ভিত্তিক কর্মশালার মাধ্যমে তৈরি নৃত্যনাট্য ‘আমার ভারত অমর ভারত’। এ ছাড়া ছিল আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্যের নানা অনুষ্ঠান। সংস্থার সম্পাদক মলয়কুমার বিশ্বাস বলেন, “নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিন পর্যায়ে এ বারের উৎসব অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দকে নিয়ে আয়োজন করা হয়েছিলে সেমিনারের।”
|
শেষ হল বিশ্ব উষ্ণায়ন রোধ ও মুক্তমনের খোঁজে আয়োজিত সুন্দরবন লোকপ্রিয় উৎসব। গত ২৩ জানুয়ারি ষষ্ঠ বর্ষের এই মেলার উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ মাহাত। উপস্থিত ছিলেন বাসন্তী থানার ওসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, বাসন্তী ব্লক তৃণমূলের সভাপতি মান্নান শেখ প্রমুখ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সোনাখালি বাজার সংলগ্ন মাঠে সাতদিনব্যাপী ওই মেলা শেষ হয় ৩০ জানুয়ারি। মেলায় প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, লোকসঙ্গীত, বাউল-ফকিরদের গান, বিনা খরচে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ বিতরণ। মেলার উদ্যোক্তারা জানান, পৃথিবীর উষ্ণায়ন, সবুজ ধ্বংসের সঙ্গে মানুষও আজ বিকারগ্রস্ত, বিপথগামী যা কখনই কাম্য নয়। এ সবের বিরুদ্ধে সচেতনা বাড়ানোর লক্ষ্যেই এই মেলা।
|
রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ব্লকে শুরু হয়েছে কৃষি মেলা। বাসন্তী ব্লকের চুনাখালি হাটখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘গ্রামীণ কৃষি বিকাশ কেন্দ্র ও স্বনির্ভর মিলন মেলা ২০১৩’। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর প্রমুখ। মেলায় যোগ দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ২৯টি ব্লকের ১০৪টি কৃষক ক্লাব। মেলায় ২৮২ জনকে কিষান ক্রেডিট কার্ড প্রদান করা হয় এবং ৫২টি স্বনির্ভর গোষ্ঠীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয় বলে জানান বিধায়ক জয়ন্ত নস্কর। মেলায় রয়েছে কৃষি, উদ্যান, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের স্টল। রয়েছে আলোচনা, যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ জনস্বাস্থ্য, নারীপাচার, গণধর্ষণের হার বৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা ও বিতর্কসভা।
|
সম্প্রতি সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুলে পালিত হল সুর্বণজয়ন্তী বর্ষ। ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে এবং পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মারক পত্রিকা প্রকাশের মাধ্যমে উৎসব শুরু হয়। ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, পঞ্চায়েতের প্রধান মোসলেম শেখ, বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ কুণ্ডু, বিডিও অনিন্দ্য গৌতম। আয়োজন ছিল বাউল গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। তিন দিনের অনুষ্ঠানে মহকুমা ভিত্তিক আট দলীয় ভলিবল, ছবি আঁকা-সহ নানা প্রতিযোগিতা হয়। এছাড়াও ছিল আতসবাজির প্রদর্শনী।
|
বনগাঁ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সঙ্ঘের তরফে রবিবার স্থানীয় প্রতাপগড় এলাকায় স্বামীজির ১৫১ তম জন্মতিথি পালন করা হল। এই উপলক্ষে স্বামীজি সম্পর্কে আলোচনা, ভক্তিগীতি এবং পাঠের আয়োজন করা হয়। সঙ্ঘের তরফে সুনীল মল্লিক বলেন, “দুঃস্থদের সাহাজ্য ও গরিব পড়ুয়াদের শিক্ষার সরঞ্জাম দেওয়া হয়। |