|
|
|
|
ত্রিপুরার ভোটে পরিবর্তনের বার্তাই হাতিয়ার বিমানের |
আশিস বসু • আগরতলা |
পশ্চিমবঙ্গের ‘পরিবর্তন’ প্রসঙ্গ তুলে ত্রিপুরাবাসীকে সতর্ক করলেন বিমান বসু। দলের হয়ে দেশের একমাত্র বামশাসিত রাজ্য ত্রিপুরায় প্রচারে এসেছেন পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএম পলিটব্যুরো সদস্য বিমান বসু। এত দিন তাঁদের ভাষণে ‘পরিবর্তন’ শব্দটিকেই বিদায় দিয়েছিলেন বাম নেতারা। আজ সেই শব্দটিকেই হাতিয়ার করে ত্রিপুরার মান্দাই বাজারের জনসভায় স্থিতাবস্থা বজায় রেখে বামফ্রন্টকে ফিরিয়ে আনার জন্য ত্রিপুরাবাসীর কাছে আর্জি জানালেন বিমানবাবু। |
|
ত্রিপুরার মান্দাইয়ে নির্বাচনী প্রচারে বিমানবাবু। বৃহস্পতিবার উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি। |
পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামশাসনের অবসানে তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের ডাকে সামিল হয়েছিল কংগ্রেসও। বিমানবাবুর বক্তব্য, সেই কংগ্রেসই এখন ‘পরিবর্তনের পরিবর্তন’ চাইছে। তৃণমূল শাসিত বাংলার আজকের পরিস্থিতি বার বারই বিমানবুর ভাষণে উঠে আসে। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে টিএমসির হাত ধরে কংগ্রেস পরিবর্তন আনল। এখন কংগ্রেসই বলছে ‘পরিবর্তনের পরিবর্তন’ প্রয়োজন। ‘পরিবর্তন’-এর অর্থ কী, তা আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন। সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার আজ প্রশ্নের মুখোমুখি। সেখানে বামপন্থীরাই শুধু আক্রান্ত হচ্ছেন এমন নয়, কংগ্রেসিরাও আক্রান্ত। মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে গ্রামে-শহরে। সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে।” বিমানবাবুর কথায়, ‘‘এই পরিবর্তন নিশ্চিত ত্রিপুরার গণতন্ত্রপ্রেমী মানুষ চায় না।’’
দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ত্রিপুরায় সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’ ১৯৮৮ সালের নির্বাচনের কয়েক দিন আগে রাজ্যে বহু মানুষ সন্ত্রাসের শিকার হয়েছিলেন। প্রায় ৯১ জন জাতি-উপজাতি মানুষকে খুন করা হয়েছিল। সন্ত্রাসকবলিত ত্রিপুরায় এক দিনে ৮-৯ জনকে খুন করা হয়েছিল মান্দাইয়ের নীচু বাজার এলাকায়।
সেই স্মৃৃতি উসকে দিয়ে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘‘প্রায় ১৫০০ পার্টির কর্মী-নেতার আত্মত্যাগের মাধ্যমে যে শান্তি-সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরায়, তাকে নষ্ট হতে দেবেন না।’’ উপজাতি নেতা দশরথ দেবের জাতি-উপজাতি সম্প্রীতি-ঐক্যের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, ‘‘ভারতের জাতীয় ঐক্য অটুট রাখার জন্য ত্রিপুরায় দশরথ দেবের ভূমিকা উজ্বল হয়ে থাকবে।’’ নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে তাঁর আহ্বান, ত্রিপুরার মানুষ যে অধিকার এবং ক্ষমতা অর্জন করেছেন বামফ্রন্টের জমানায়, তাকে রক্ষা করার দায়িত্ব তাঁদেরই। |
|
|
|
|
|