ভিআইপিদের নিরাপত্তায় কত পুলিশ, প্রশ্ন কোর্টের
ভিআইপি নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের নিরাপত্তাকে অবহেলা করা হচ্ছে কি না তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। নিরাপত্তার জন্য কোন রাজ্যে কত পুলিশ রয়েছে তা ১১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যগুলিকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তা না হলে রাজ্যগুলির স্বরাষ্ট্রসচিবদের তলব করা হবে বলেও জানিয়েছে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ। আজই ভিআইপি নিরাপত্তা নিয়ে হলফনামা জমা দিয়েছে দিল্লি, গুজরাত ও বিহার।
দিল্লি গণধর্ষণের পরে ভিআইপিদের নিরাপত্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা নিয়ে প্রশ্ন উঠেছিল। সাধারণ মানুষের নিরাপত্তাকে অবহেলা করা হচ্ছে বলে দাবি করে বিভিন্ন শিবির। ভিআইপি নিরাপত্তায় কোটি কোটি টাকা খরচ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন আইনজীবী হরিশ সালভে। সেই মামলারই শুনানি ছিল আজ। সরকারি হিসেব অনুযায়ী, দেশে প্রতি ভিআইপি-র জন্য তিন জন পুলিশ রয়েছেন। অথচ প্রতি ৮০০ জন নাগরিকের জন্য রয়েছেন মাত্র এক জন পুলিশ।
আজ সুপ্রিম কোর্টে দিল্লি সরকার জানিয়েছে, তারা ভিআইপি নিরাপত্তার জন্য ৮,০৪৯ জন কর্মীকে মোতায়েন করেছে। তাতে প্রতি বছর ৩৪১ কোটি টাকা খরচ হয়। নিরাপত্তা দেওয়া হয় এমন ৪৬০ জন ভিআইপি-র নাম বন্ধ খামে পরে কোর্টকে দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
গুজরাতের ক্ষেত্রে এই খরচ বছরে ৩০ কোটি। ২৩৮ জন ভিআইপি ছাড়াও গোধরা-পরবর্তী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ১৬৩ জনকে নিরাপত্তা দেয় গুজরাত সরকার। ভিআইপিদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। বিহার জানিয়েছে, নিরাপত্তার জন্য কত খরচ হয় তা হিসেব করা মুশকিল। তবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবী ছাড়া আর কাউকে জেড প্লাস স্তরের নিরাপত্তা দেওয়া হয় না।
বেঞ্চের মতে, দিল্লিতে ভিআইপি নিরাপত্তার কাজ থেকে বেশ কিছু পুলিশকে সরানো যেতে পারে। কারণ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কিছু পদাধিকারীর নিরাপত্তার প্রয়োজন আছে ঠিকই। কিন্তু বিচারপতি, ক্ষমতায় নেই এমন রাজনীতিক এবং মামলায় অভিযুক্ত নেতাদের মতো অনেককেই নিরাপত্তা দেওয়া হয়। তাঁদের নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। ভিআইপি নিরাপত্তার চাপ কমলে মেয়েদের জন্য দিল্লিকে আরও নিরাপদ করার কাজে আরও পুলিশ মোতায়েন করা যাবে বলে মন্তব্য করেছে বেঞ্চ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.