|
|
|
|
গ্রেফতার চার |
ফের গাড়িতে গণধর্ষণ, দিল্লি রয়েছে দিল্লিতেই |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বুধবারই স্বীকার করেছেন, রাজধানী এখনও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তাঁর এই স্বীকারোক্তি যে কতটা নির্ভুল, তা প্রমাণ হয়ে গেল।
বুধবার রাতেই ২৪ বছরের এক তরুণীকে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে এক জন তরুণীর পরিচিত। নিগৃহীতার বাড়ি পশ্চিমবঙ্গের ২৪ পরগণায়। দিল্লির রোহিণী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকেন তিনি। দিল্লি পুলিশ এই কথা জানানোর সঙ্গে সঙ্গে ফের রাজধানীতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দামিনীর নিগ্রহের পরে মেয়েদের নিরাপত্তা বাড়ানোর জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তা-যে কত ঠুনকো তা-ও সামনে চলে এল।
ঘটনাচক্রে এ দিনই সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যের কাছে জানতে চেয়েছে, ভিআইপি নিরাপত্তার স্বার্থে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কি না। দিল্লি পুলিশ জানিয়েছে, ভিআইপি নিরাপত্তার জন্য কয়েক হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়। বেঞ্চের মতে, তাঁদের অনেককেই রাজধানীর রাস্তায় মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করা যেতে পারে। এর যে সত্যিই প্রয়োজন রয়েছে, কাল রাতের দিল্লি ফের তা বুঝিয়ে দিয়েছে।
ঠিক কী ঘটেছিল কাল? বুরারি এলাকায় পুলিশ ভ্যান টহল দিচ্ছিল। কালো কাচের একটি গাড়িকে দেখে পুলিশ তা থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে চলে যায়। পুলিশের গাড়িটি থেকে অন্য পুলিশ ভ্যানের কাছে খবর পাঠানো হয়। তারা ওই গাড়িটিকে আটকায়। উদ্ধার করা হয় তরুণীকে। দিল্লির ডেপুটি কমিশনার সিন্ধু পিল্লাই বলেন, “রীতিমতো তাড়া করে গাড়িটিকে ধরা হয়। গ্রেফতার করা হয়েছে মহম্মদ শাকিল ওরফে আলি (২৩), মহম্মদ ইশরাদ (৩০), মহম্মদ আবিদ (২১) এবং লাজপতরাই সচদেবা (৩৮) নামে চার জনকে। ডাক্তারি পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মিলেছে।” অভিযুক্তদের মধ্যে মহম্মদ শাকিল নিগৃহীতার পরিচিত। সিন্ধু পিল্লাই জানিয়েছেন, তরুণী পুলিশকে বলেছেন, কাল রাতে তিনি স্বরূপ নগরে শাকিলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে শাকিলের সঙ্গেই উপস্থিত ছিল বাকিরা। তারা তাঁকে গাড়িতে তুলে উত্তরাখণ্ডের একটি কলোনির কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে দিল্লি ফেরার পথে চলন্ত গাড়ির মধ্যে তাঁকে ফের গণধর্ষণ করা হয়। পিল্লাই আরও বলেন, “তরুণীকে নিয়ে কালো কাচের গাড়িটি বুরারি এলাকার দিকে যাচ্ছিল। তখনই গাড়িটিকে ধরা হয়।” |
|
|
|
|
|