|
|
|
|
পুর-বাজার উন্নয়ন তাঁরাই করবেন, চান মেয়র পারিষদ |
নিজস্ব সংবাদদাতা |
পিপিপি মডেলের ভরসা ছেড়ে পুর-বাজারের উন্নয়ন এ বার নিজেদের হাতেই নিক পুরসভা। নতুন দায়িত্ব পেয়ে এমনই পরিকল্পনা মেয়র পারিষদ (পুরবাজার) তারক সিংহের। পুরকমিশনার-সহ দুই যুগ্ম কমিশার, অর্থ দফতরের আধিকারিক ও পুর-বাজারের অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যদিও এ নিয়ে এখনও সবুজ সঙ্কেত মেলেনি মেয়রের তরফে।
পুরসভা সূত্রের খবর, বাজারের ক্ষেত্রে পিপিপি মডেলের অভিজ্ঞতা ভাল নয়। পুরসভা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাজারের পুর্নগঠন করলে সুফল মিলবে বলে বৈঠকে অনেকেই বলেন। পরে বিষয়টি নিয়ে পুর-প্রশাসনে চর্চাও চলে। সিদ্ধান্ত হয়, এ নিয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হবে। মহাকরণের অনুমতি মিললেই ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের পথে এগোবে পুরসভা।
বৃহস্পতিবার মেয়র পারিষদ তারকবাবু বলেন, “পুরসভার নিয়ন্ত্রণে ৪৬টি বাজার আছে। তা রক্ষণাবেক্ষণের জন্য পুরসভার আয়ের থেকে ব্যয় অনেক বেশি।” ১১৭ নম্বর ওয়ার্ডের শিববরামপুর বাজারের উদাহরণ দিয়ে তারকবাবু জানান, ওই বাজার থেকে পুরসভার আয় হয় মাসে ১২ হাজার। আর ব্যয় প্রায় আড়াই লক্ষ।
তা হলে লেক মার্কেট, ল্যান্সডাউন-সহ যে সব বাজার পিপিপি মডেলে হয়েছে, সেগুলির কী হবে?
তারকবাবু জানান, সেগুলি আগের মতো চলবে। ভাবনা চলছে নতুন বাজার নিয়ে। তিনি বলেন, “নতুন পরিকল্পনার বিষয়টি মেয়রের অনুমতির জন্য যাবে।”
প্রসঙ্গত, বাম আমল থেকে শুরু করা পিপিপি মডেলে বাজার বানানোর উদ্যোগে তৃণমূল বোর্ড সামিল। ঠিক উল্টো পথে চলতে চান তারকবাবুরা। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “প্রস্তাব আসুক। ভেবে দেখব।” |
|
|
|
|
|