|
|
|
|
হার্ডওয়্যারে লগ্নি টানতে বেঙ্গালুরু যাচ্ছেন পার্থ |
গার্গী গুহঠাকুরতা • কলকাতা |
হার্ডওয়্যার শিল্পে বিনিয়োগ টানতে আগামী সপ্তাহেই বেঙ্গালুরু যাচ্ছেন শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব কিছু পরিকল্পনা মাফিক চললে, সেখানে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টরস অ্যাসোসিয়েশন ভিশন সামিট (২০১৩)-এ যোগ দেবেন তিনি।
দু’দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারা। বিশেষত হার্ডওয়্যার শিল্পের পরিচিত মুখেরা। আসবেন সরকারি প্রতিনিধিরাও। সব মিলিয়ে প্রায় ৫০০ জন হাজির হবেন ভারতের ‘সিলিকন ভ্যালি’র ওই অনুষ্ঠানে। তাই নিজেদের নয়া তথ্যপ্রযুক্তি নীতি (যেখানে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে হার্ডওয়্যার শিল্পের উপর) তুলে ধরে লগ্নি টানতে এই মঞ্চকে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না রাজ্য।
বিশেষ আর্থিক অঞ্চল নিয়ে অবস্থানের কারণে আটকে গিয়েছে ইনফোসিস ও উইপ্রোর লগ্নি। সেই ধাক্কা সামলে তথ্যপ্রযুক্তি শিল্পের বিনিয়োগ টানতে হার্ডওয়্যারকে পাখির চোখ করছে রাজ্য সরকার। কেন্দ্রের ‘ইলেকট্রনিক সিস্টেম অ্যান্ড ডিজাইন ম্যানুফ্যাকচারিং’ নীতির সুযোগ নিতে ইতিমধ্যেই নৈহাটি ও ফলতায় দু’টি ক্লাস্টারের পরিকল্পনা করেছে তারা।
সরকারি সূত্রে খবর, সেই পরিকল্পনা কার্যকর করতেই এ বার মন্ত্রী ও সচিবের বেঙ্গালুরু যাত্রা। সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন শিল্পের জন্য নির্দিষ্ট এই আলোচনা সভার অষ্টম সংস্করণে বক্তব্য রাখার সুযোগও পেয়েছে পশ্চিমবঙ্গ। সংশ্লিষ্ট সূত্রে খবর, রাজ্যকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরতে সিনপসিস, এইচসিএল, সিসকো ও ক্যাডেন্সের মতো প্রথম সারির সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের প্রতিনিধিরা। গেমিং ও অ্যানিমেশন শিল্পের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন পার্থবাবু। |
|
|
|
|
|