চর্মজাত পণ্যের সম্ভার নিয়ে শিলিগুড়িতে শুরু হল লেক্সপো। বৃহস্পতিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার মাঠে তার উদ্বোধন করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের উদ্বোধন করার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। তিনি বলেন, “চামড়া দিয়ে এখন শুধু ব্যাগ বা জুতোই তৈরি হয় না। বহু ধরনের জিনিস করা হয়। যাঁরা এসব প্রস্তুত করেন এ ধরনের মেলায় বেচাকেনা বাড়লে তারা উপকৃত হবেন।” শিলিগুড়িতে ১৯ তম এই মেলা হচ্ছে। উদ্যোক্তোরা শীতের মরসুমে বিশেষত জানুয়ারি মাসে শিলিগুড়িতে এই মেলার আয়োজন করতে মেয়রের সাহায্য চেয়ে মঞ্চেই আবেদন করেন। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক জীবন দাশগুপ্ত জানান, এ বছর ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার দিন প্রথমে ঠিক হয়েছিল। পরে উত্তরবঙ্গ উৎসবের জন্য ওই সময় মেলার মাঠ পাওয়া যাবে না জানানো হলে তা পিছিয়ে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, মেলায় ৬২ টি স্টল রয়েছে। মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
|
শেয়ার হস্তান্তর নিয়ে বিতর্কে ভোডাফোন |
শেয়ারের দাম কম দেখানোর অভিযোগকে চ্যালেঞ্জ করল ভোডাফোন। আয়কর দফতরের অভিযোগ, ভোডাফোনের ভারতীয় শাখা মরিশাসে গোষ্ঠীরই এক সংস্থাকে কম দামে নিজেদের শেয়ার বেচেছে। সেখানেই ১৩০০ কোটি টাকা লেনদেন কম দেখিয়েছে তারা। সংস্থার দাবি, অভিযোগ ভিত্তিহীন।
|
ভাল সাড়া মিলল এনটিপিসির শেয়ারে |
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসির শেয়ার বিক্রি করে ১১,৫০০ কোটি টাকা ঘরে তোলা নিশ্চিত করে ফেলল কেন্দ্র। এ দিন লগ্নিকারীদের তরফে সংস্থার ১৩২.৮৪ কোটি শেয়ার কেনার আবেদনপত্র জমা পড়ে। যা তাদের ছাড়া ৭৮.৩২ কোটির থেকে ১.৭ গুণ বেশি। কেন্দ্রের ইঙ্গিত, শেয়ার প্রতি দর হবে ১৪৫.৯১ টাকা। |