ঠিকাদারকে হুমকি, কাজ বন্ধের আশঙ্কা খড়্গপুর হাসপাতালে
ঠিকাদার সংস্থার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল খড়্গপুর হাসপাতালে। ফলে, হাসপাতালে নির্মীয়মাণ আবাসনের কাজ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আশঙ্কা খোদ হাসপাতাল কর্তৃপক্ষেরই। ইতিমধ্যে ঠিকাদার সংস্থা পুলিশ লিখিত অভিযোগ জানিয়েছে। তার ভিত্তিতে রামদাস রজক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি খড়্গপুরের ছোট ট্যাঙরা এলাকায়।
দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে খড়্গপুর মহকুমা হাসপাতালে ট্রমা সেন্টার চালুর সিদ্ধান্ত হয়। কেন্দ্রী অর্থ বরাদ্দের পর কয়েক বছর আগে কাজ শুরু হয়। এ জন্য তৈরি হয়েছে পৃথক ভবন।
এই নির্মীয়মাণ আবাসনের কাজ বন্ধেরই আশঙ্কা। ছবি: রামপ্রসাদ সাউ।
এই প্রকল্পেই গত মে মাস থেকে মহকুমা হাসপাতাল চত্বরে চিকিৎসক এবং নার্সদের জন্য পৃথক দু’টি আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। অভিযোগ, কাজ শুরুর পর থেকেই একদল দুষ্কৃতী ঠিকাদার সংস্থার কর্মীদের তোলা চেয়ে হুমকি দিতে শুরু করে। এমনকী গুলি করার হুমকিও দেওয়া হয়। গত শুক্রবার এমন ঘটনার পরই খড়্গপুর টাউন থানায় পুরো বিষয়টি লিখিত ভাবে জানানো হয়। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরকেও বিষয়টি জানানো হয়।
হাসপাতাল সুপার দেবাশিস পাল বলেন, “ঠিকাদার সংস্থার কর্মীরা ভয়ে কাজ করতে চাইছেন না। এমন ঘটনা অনভিপ্রেত। অভিযোগ খতিয়ে দেখে পুলিশ পদক্ষেপ করবে।” পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (খড়্গপুর) শিবাজী ঘোষের বক্তব্য, “ঠিকাদার সংস্থা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। আমাকেও বিষয়টি জানিয়েছে।” কাজ বন্ধের প্রসঙ্গে শিবাজীবাবু বলেন, “সোমবার কাজ হয়েছে।” তবে হাসপাতালের এক আধিকারিক অবশ্য বলছেন, “এই অবস্থায় ঠিকাদার সংস্থা কাজ করতে না চাইলে সমস্যা হবেই।”

চালু উপ-স্বাস্থ্যকেন্দ্র
কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে জেলা পরিষদের সহযোগিতায় নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্রের দ্বারোদঘাটন হল মঙ্গলবার। হলদিয়ার বসানচকে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় মোট ১৫৩টি উপ-স্বাস্থ্যকেন্দ্রর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৩৩টি চালু হয়েছে। এ ছাড়াও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও ৮টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে উন্নীতকরণের প্রক্রিয়া চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.