সংস্কৃতি যেখানে যেমন

যুগাগ্নির নাট্যোৎসব
বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে গত সোমবার থেকে শুরু হয়েছে ‘যুগাগ্নি’ নাট্যদলের ষোড়শবর্ষের ‘লোকনাট্য ও নগরনাট্যের মিলন মেলা’। তিন দিনের ওই উৎসব চলবে আজ বুধবার পর্যন্ত। উদ্বোধনী সন্ধ্যায় অভিনীত হয় ‘রবীন্দ্রনগর নাট্যায়ুধ’-এর প্রযোজনা ‘লখিন্দরের জন্মকথা’ ও ‘পাঁচথুপি উদয়ন’-এর নাটক ‘মিলন-বিনা’। ওই দিন কবিগান পরিবেশন করেন দুলালী চিত্রকর ও অখিল মণ্ডল, বাঁশি বাজান মর্জিনা খাতুন। মঙ্গলবার অভিনীত হয় বাংলাদেশের ‘রাজশাহী থিয়েটার’-এর নাটক ‘ত্রিকালাক্ষাণ’ ও ‘শিলিগুড়ি থিয়েটার অ্যাকাদেমি’র নাটক ‘তোমার প্রতীক্ষায়’। এ দিন মিশরের ১১ জন শিল্পীরএকটি দল ‘মলইয়া ঈজিপ্ট’ পরিবেশন করে ‘সুফি বারভিস্ ডান্স’। মিশরের নৃত্যসহ সুফিগান শ্রোতারা মুগ্ধ। আজ বুধবার রয়েছে রাজশাহির ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’-এর নাটক ‘বনকাব্য’ ও ‘যুগাগ্নি’র নাটক ‘সাবাশ কলকাতা’। এ ছাড়াও তিন দিনের ওই মিলনমেলায় পরিবেশন করা হয় ঢাকবাদ্য, ঢোল-সানাই, লোকগান, ডগরবাদ্য, আলকাপ, কবিগান, বাঁশি, বাউলগান ও নাটকের গান। ‘পাঁচথুপি উদয়ন’ নাট্যসংস্থাকে কমল সমাজদার স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়।

আবার এসেছি ফিরে
ভগবানগোলার কানপুকুর গ্রাম থেকে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘আবার এসেছি ফিরে’র ৩৪তম বর্ষের দ্বিতীয় সংখ্যা। এবাদুল ইসালাম সম্পাদিত ৬১২ পৃষ্ঠার ওই পত্রিকায় রয়েছে বেশ কিছু গল্প, অনুবাদ, প্রবন্ধ, নাটক, কবিতা। এ ছাড়াও গল্পকার জীবন সরকারকে নিয়ে রয়েছে ২৩৪ পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র।

ব্রিহীর কানামাছি
গত শনিবার ও রবিবার বহরমপুর শহরের দুই প্রান্তে সম্পন্ন হল ‘ব্রিহী’র সপ্তমবর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসব। শনিবার রানিবাগান এলাকায় কলকাতার ‘পথসেনা’ অভিনয় করে নাটক ‘কিস্সা ধানুয়া কা’ ও ‘ব্রিহী’ অভিনয় করে নাটক ‘কানামাছি’। রবিবার শহরের স্বর্ণময়ী এলাকায় সঞ্চারিকা মোড়ে অভিনীত হয় কলকাতার ‘আয়না’র প্রযোজনা ‘সিংহমুখ’ ও ‘ব্রিহী’র নাটক ‘কানামাছি’।

নবদ্বীপ নাটক
নদিয়া জেলার অন্যতম প্রাচীন নাট্যোৎসব নবদ্বীপ নাট্য সম্মেলন এবারের ৩৮ বছরে পা দিল। গত ২৫ জানুয়ারি নবদ্বীপ রাধাবাজার পার্কে ওই নাট্যোৎসব ৫ দিন ধরে অনুষ্ঠিত হয়। ছিলেন বিশিষ্ট নাট্যকার বিজয় ভট্টাচার্য-সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিরা অস্থায়ী নাটমঞ্চে কলকাতা, বর্ধমান, শান্তিনিকেতন, পলাশি, নৈহাটি-সহ স্থানীয় নাট্যদল গুলি ৫ দিনে মোট ১৩টি নাটক মঞ্চস্থ করে।

আহা রে মরণ
মুরুটিয়ার বেড় রামচন্দ্রপুর হাইস্কুলের ৫০ বছর পূর্তিউৎসব অনুষ্ঠিত হল তিন দিন ধরে। গত ২৯ জানুয়ারি থেকে শুরু করে ওই অনুষ্ঠান চলে ৩১ জানুয়ারি পর্যন্ত। আবৃত্তি, নাচ, গান-সহ পরিবেশন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপ্তি সন্ধ্যায় করিমপুরের ‘শরৎস্মৃতি নাট্যসংস্থা’ মঞ্চস্থ করে নাটক ‘আহা রে মরণ’।

কৃষ্ণনগর সংস্কৃতি মেলায় লাঠি খেলা। নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.