সেই তেখালিতে প্রশাসনিক সভা মমতার
মুখ্যমন্ত্রী হওয়ার পরে পূর্ব মেদিনীপুরের দিঘা, নন্দীগ্রাম, নিমতৌড়ি, হলদিয়ায় ঘুরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার আসছেন খেজুরিতে। আগামী ১২ ফেব্রুয়ারি নন্দীগ্রাম লাগোয়া খেজুরির তেখালিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। জননী ইটভাটার ঠিক বিপরীতে শেরখানচকের ধান জমিতে তাই এখন মাটি ফেলে মসৃন করার কাজ চলছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন।
পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে যে জেলায় গত পাঁচ বছর ধরে ত্রিস্তর পঞ্চায়েতে ক্ষমতায় তৃণমূল। গত ৫ জানুয়ারি নন্দীগ্রাম লাগোয়া চণ্ডীপুরে কৃষকসভার প্রকাশ্য সমাবেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ও পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। খেজুরির সভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তারই জবাব দিতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সাফল্যের খতিয়ান তুলে ধরতে জেলা প্রশাসন এখন বিভিন্ন দফতরের উন্নয়ন কাজের রিপোর্ট তৈরি করছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা বলেন, ‘‘জেলায় নতুন তৈরি বিদ্যুতের সাব-স্টেশন, গ্রামীণ হাসপাতালের নতুন ভবন-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ১১ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আয়োজিত অনুষ্ঠান শেষ করে পূর্ব মেদিনীপুরে আসতে পারেন। সেই কারণে ১১ ফেব্রুয়ারি রাতে দিঘায় তাঁর থাকার আয়োজন করা হচ্ছে। আর কোনও কারণে ওই দিন না আসতে পারলে ১২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সরাসরি তেখালির সভামঞ্চে যাবেন। দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া, কাঁথি ৩ ব্লকের খড়িপুকুড়িয়া, রামনগর ২ ব্লকের জিনন্দপুর, নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া, এগরা ২ ব্লকের বড়নলগেড়িয়া ও ভগবানপুর ২ ব্লকের উদবাদাল এই ৬টি জায়গায় ১৩৩ কেভি বৈদ্যুতিক সাব-স্টেশনের শিলান্যাস করা হবে সভায়। এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের ‘বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা প্রকল্পে’ কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুল, খেজুরি কলেজ, ময়না হাইস্কুল ও কোলাঘাটের পরমানন্দপুর রমাকান্ত বিদ্যালয়ের ছাত্রাবাসের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। জেলায় ৪টি গ্রামীণ হাসপাতালের উদ্বোধন ছাড়াও সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল, সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বৃত্তি, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণিদের শংসাপত্র প্রদান, জেলার বিভিন্ন স্থানে ৮টি সেতু তৈরির শিলান্যাস, সমুদ্রবাঁধ মেরামতির কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জেলার ১৫৫৪ জন ভূমিহীনের হাতে জমির পাট্টা তুলে দেবেন ওই দিনই। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, ২০১২-১৩ আর্থিক বছরে জেলায় এই প্রকল্পে ৩৫২২ জনকে জমির পাট্টা তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৫৫৫ জনকে পাট্টা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ১৫৫৪ জনের হাতে পাট্টা তুলে দেওয়ার পর বাকি ১৪১৩ জনকে আগামী মার্চের মধ্যে পাট্টা দেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.