টুকরো খবর |
ফুটবল-কলঙ্ক নিয়ে তদন্তের আশ্বাস দিল সিঙ্গাপুর পুলিশ |
সংবাদসংস্থা • সিঙ্গাপুর |
ফুটবল-গড়াপেটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও ইউরোপোলের সঙ্গে যাবতীয় সহযোগিতা করার কথা জানিয়ে দিল সিঙ্গাপুর প্রশাসন। মঙ্গলবারই সিঙ্গাপুর পুলিশের তরফে প্রকাশিত বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। বলা হয়েছে, “তদন্তে ইউরোপের সংস্থাগুলোর সঙ্গে যাবতীয় সহযোগিতা করবে প্রশাসন। মহান খেলাকে কালিমালিপ্ত করার কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।” তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে সিঙ্গাপুরের ‘দান তান’ নামে এক ব্যবসায়ীর নাম। ইউরোপোলের তদন্তে বিশ্ব জুড়ে ফুটবল ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত এই ব্যক্তি। ম্যাচ গড়াপেটার জন্য রোমের আদালতেও তিনি ‘মোস্ট ওয়ান্টেড’। যদিও সিঙ্গাপুরের প্রশাসন জানিয়েছে, যে সব দেশের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সে সব দেশে অভিযুক্ত সিঙ্গাপুর নাগরিকদের পাঠাতে তাদের আপত্তি নেই। সিঙ্গাপুরের সঙ্গে জার্মানির বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকলেও ইতালির সঙ্গে নেই। ফলে অভিযুক্ত ‘কিং পিন’কে নিজেদের জালে তুলতে সমস্যায় ইতালির পুলিশ।
|
আন্তঃজেলা ক্রিকেটে জয় |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনুর্ধ্ব ১৯ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল পুরুলিয়ার মানভূম স্টেডিয়ামে। প্রতিযোগিতার মূলপর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার বর্ধমান উত্তর দিনাজপুরকে হারায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে বর্ধমান ২৬৩ রান করে। দলের সলমান খান করেন ৮৩ বলে ৭৫। অধিনায়ক আকাশদীপ বসু করেন ৯০ বলে ৮২, বিকাশ ভার্মা করেন ৩৫। পরে ব্যাট করতে নেমে উত্তর দিনাজপুর ৪০.৫ ওভারে ১৫০ রান করেই অলআউট হয়ে যায়। বর্ধমানের অফস্পিনার রবীন্দ্র সিংহ ৯ ওভারের ৪টি মেডেন নিয়ে ১৮ রানে ৪ উইকেট দখল করেছেন। দলের বাঁহাতি স্পিনার শুভম দত্ত ১৯ রানে পান দু উইকেট। আজ, বুধবার বর্ধমান খেলবে শিলিগড়ির বিরুদ্ধে।
|
আজ শুরু ইরানি ট্রফি |
|
ইরানির প্রস্তুতিতে হালকা মেজাজে সচিন। ছবি: পিটিআই |
ইরানি ট্রফির মঞ্চকে কাজে লাগিয়ে ভারতীয় দলে ফেরার সুবর্ণ সুযোগ হরভজন সিংহ আর শ্রীসন্থের সামনে। বুধবার মুম্বইয়ে শুরু রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের সঙ্গে অবশিষ্ট ভারতের লড়াই। সহবাগের অধিনায়কত্বে অবশিষ্ট ভারতীয় দলের হয়ে খেলবেন বাংলার মনোজ, সামিরাও। আর হরভজন বলেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ঢোকার ব্যাপারে এই ম্যাচ আমার কাছে বড় সুযোগ। শততম টেস্ট নিয়ে না ভেবে শুধু ভাল খেলতে চাই।”
|
বয়স ভাঁড়ানোর অভিযোগ সিএবি টুর্নামেন্টে |
বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ উঠে পড়ল সিএবি-র অনূর্ধ্ব-১৪ অম্বর রায় টুর্নামেন্টে। উঠল পাল অ্যান্ড চট্টোপাধ্যায় ক্রিকেট কোচিং সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ, তাদের কোচিং সেন্টারের একটি ছেলে, যে কি না আদতে শ্যামাপ্রসাদ কলেজের ছাত্র, বয়স ভাঁড়িয়ে খেলছে অম্বর রায় টুর্নামেন্টে। এই মর্মে মঙ্গলবার সিএবি-র কাছে একটি চিঠি জমা করেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক দেবাঙ্গ গাঁধী। যেখানে লিখেছেন, তাঁর ক্যাম্পের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও অন্যান্য ম্যাচেও একই জিনিস ঘটেছে। সিএবি-র যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় যা নিয়ে বললেন, “দেবাঙ্গের অভিযোগ আমরা পেয়েছি। সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষের কাছে পুরো ব্যাপারটা জানতে চাওয়া হয়েছে। সব দেখে ব্যবস্থা নেব।”
|
মেসির কাল নতুন সই |
বার্সেলোনাতেই ২০১৮ সাল পর্যন্ত থেকে যাওয়ার জন্য লিওনেল মেসি নতুন চুক্তিপত্রে সই করবেন বৃহস্পতিবার। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “অধিনায়ক পুওল আর জাভি-র পরে তৃতীয় ফুটবলার হিসেবে মেসির সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি করতে চলেছে বার্সেলোনা।” এল এম টেন-এর সঙ্গে বার্সার এই নতুন চুক্তির মেয়াদ ৩০ জুন, ২০১৮ পর্যন্ত। অর্থাৎ, ২০১৭-১৮ ইউরোপিয়ান ফুটবল মরসুম পর্যন্ত।
|
নাদাল ফিরছেন এ সপ্তাহেই |
হাঁটুর চোটের জন্য সাত মাস কোর্টের বাইরে থাকার পর রাফায়েল নাদাল এ সপ্তাহেই পেশাদার সার্কিটে ফিরছেন চিলিতে এটিপি টুর্নামেন্টের মাধ্যমে। যে জন্য টেনিসমহলের চোখ এখন চিলির দিকে। নাদাল গত বছর জুনে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে লুকাস রোসোলের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পাওয়ার পর আর কোথাও খেলেননি। নাদাল বলেছেন, “এখনও হাঁটুতে মাঝেমধ্যে ব্যথা করে। কিন্তু কোনও একটা সময় তো আমাকে সার্কিটে আবার ফিরতেই হত।”
|
বিজয় হাজারের দল বাছাই আজ |
বিশেষ কোনও চমক নেই। মনোজ তিওয়ারিকে অধিনায়ক রেখে আজ, বুধবার বিজয় হাজারে ট্রফির দল বেছে নিচ্ছেন নির্বাচকরা। আগামী ১৪ ফেব্রুয়ারি ইডেনে বিজয় হাজারে ট্রফিতে নামছে বাংলা। যারা কি না গত বারের চ্যাম্পিয়ন। মোটামুটি স্থানীয় চ্যালেঞ্জার ট্রফিতে ভাল খেলা ক্রিকেটারদেরই রাখা হবে টিমে। লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, সামি আহমেদ, অশোক দিন্দারা সবাই থাকছেন। থাকার কথা সুদীপ চট্টোপাধ্যায়দের মতো তরুণদেরও।
|
জাতীয় দলে নেই সন্দীপ |
হকি ইন্ডিয়া লিগে ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও আসন্ন হকি বিশ্ব লিগে ভারতীয় দলে স্থান হল না সন্দীপ সিংহের। ১৮ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে বসতে চলেছে হকি বিশ্ব লিগের দ্বিতীয় রাউন্ডের আসর। এখনও পর্যন্ত হকি ইন্ডিয়া লিগে ১১ গোল করে শীর্ষে রয়েছেন সন্দীপ। |
|