|
|
|
|
পাইপ লাইন সারাইয়ে গড়িমসি, সরব বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জলের পাইপ লাইন মেরামতির কাজ শুরু করতে গড়িমসি করছে পুরসভা। এই অভিযোগে সরব হয়েছেন খড়্গপুরের বিজেপি কাউন্সিলর বেলারানি অধিকারী। তাঁর বক্তব্য, “পাইপ লাইন সারাইয়ের কাজ শুরু না হওয়ায় এলাকায় জল সরবরাহে সমস্যা হচ্ছে। সর্বত্র পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না। পুর-কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। উল্টে অসহযোগিতা করছেন।” খড়্গপুরের ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরীর অবশ্য আশ্বাস, “পাইপ লাইন মেরামতির জন্য প্রয়োজনীয় অর্থ পেলেই কাজ শুরু হবে।”
খড়্গপুরের বারবেটিয়ায় কয়েক মাস আগে একটি নতুন গভীর নলকূপ তৈরি হয়েছে। শহরের আরও কয়েকটি এলাকায় রয়েছে এমন নলকূপ। পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বেলারানিদেবীর বক্তব্য, “জল সরবরাহের জন্য রাস্তার নীচে পাইপ লাইন রয়েছে। রাস্তা চওড়া করার সময় প্রধান পাইপের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ দিকে, যে নতুন গভীর নলকূপটি হয়েছে, তারও সংযোগ এই প্রধান পাইপ লাইনের সঙ্গে রয়েছে। ফলে, নলকূপ থেকে জল ছাড়া হলে তার অধিকাংশ অপচয় হয়। ক্ষতিগ্রস্ত পাইপের ছিদ্র দিয়ে রাস্তার উপর এসে পড়ে।” এর ফলে এক দিকে যেমন পথচলতি মানুষ সমস্যায় পড়েন। অন্য দিকে, সর্বত্র পর্যাপ্ত জল পৌঁছয় না। |
|
শহরে বিজেপির কর্মসূচি। — নিজস্ব চিত্র |
ক্ষতিগ্রস্ত প্রধান পাইপ লাইন মেরামতের দাবি নিয়ে সোমবার ভারপ্রাপ্ত পুরপ্রধানের সঙ্গে দেখা করেন বেলারানিদেবী। অভিযোগ, সেই সময় ভারপ্রাপ্ত পুরপ্রধান তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। বিজেপি কাউন্সিলরের কথায়, “উনি বলেন, আপনি আদালতে মামলা করেছেন। বলছেন, এই বোর্ডটাই না কি অবৈধ। এরপরও পুরসভা আপনার দাবি মতো কাজ করবে, এটা আশা করেন কী করে?” এমন কথা যে তিনি বলেছেন, তা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন তুষারবাবু। তাঁর সাফাই, “অন্যায় কথা তো কিছু বলিনি। আদালতে মামলা করেছেন। বোর্ড মিটিংয়ে আসেন না। যাঁর বিরুদ্ধে অভিযোগ করছি, সেই তিনিই সহযোগিতা করবেন, এটা কি আশা করা যায়?”
তাহলে কি জল সরবরাহের প্রধান ওই পাইপ লাইন মেরামত হবে না? তুষারবাবু বলেন, “কাজ হবে না, কখনও বলিনি। যা অবস্থা তাতে পুরো পাইপ নতুন করে বসাতে হবে। প্রয়োজনীয় অর্থের সংস্থান না হলে কাজ শুরু করব কী করে?”
বিজেপি অবশ্য বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে। দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “আমাদের কাউন্সিলর এলাকার সমস্যার কথা জানাতে গিয়েছিলেন। ভারপ্রাপ্ত কাউন্সিলর যে ভাষায় কথা বলেছেন, তা অনভিপ্রেত। নীতিগত প্রশ্নে বিরোধ থাকতে পারে। পুর-কর্তৃপক্ষ তো সব এলাকাকেই সমান চোখে দেখবেন। না কি রং দেখে এলাকার উন্নয়ন হবে। আমরা এই প্রশ্নের উত্তরই প্রশাসনের কাছে জানতে চাইব।”
|
বিজেপি’র দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাঁসাইয়ের দু’ধার থেকে মেশিনের সাহায্যে বালি তোলা বন্ধে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের দ্বারস্থ হল বিজেপি। দলের পক্ষ থেকে মঙ্গলবার দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। বেআইনি ভাবে বালি তোলায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপেরও দাবি জানানো হয়েছে। |
|
|
|
|
|