টুকরো খবর
ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর
রেললাইন টপকে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রেন ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে, লিলুয়া স্টেশনে। রেলপুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপঙ্কর পাল (৩০)। রেলপুলিশ জানায়, দেহটি বার করতে প্ল্যাটফর্মের প্রায় দেড় ফুট অংশ কাটতে হয়। এর জেরে ৪৫ মিনিট ট্রেন বন্ধ থাকে। রেলপুলিশ সূত্রে খবর, দীপঙ্কর কেব্ল লাইনের ব্যবসা করতেন। এ দিন সেই কাজে হাওড়ায় আসেন তিনি। তার পরে এক বন্ধুকে নিয়ে লিলুয়ায় যান। প্রত্যক্ষদর্শীরা জানান, লিলুয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তিনি যখন চা খাচ্ছিলেন তখন ৫ নম্বর প্ল্যাটফর্মে আপ বর্ধমান লোকাল ঢুকছিল। দীপঙ্করবাবু লাফিয়ে লাইনে নেমে ট্রেন ধরতে যান। তিনি খেয়াল করেননি ডাউন লাইন দিয়ে তখন ঢুকছে মেছোগ্রাম লোকাল। অন্য যাত্রীরা চিৎকার করে উঠলে তিনি ৪ নম্বর প্ল্যাটফর্মে লাফিয়ে ওঠার চেষ্টাও করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বিবেকানন্দের জন্মতিথি পালন
পালিত হল দু’দিন ব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫১ তম জন্মতিথি ও যুব দিবস। খানাকুলের রাধানগর পল্লীসমিতির উদ্যোগে গত শনি ও রবিবার সমিতি প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস দত্ত, ‘জাতীয় শিক্ষক’ বিশ্বনাথ মহাপাত্র, রামমোহন কলেজের অধ্যাপক মমতা দত্ত প্রমুখ। সমিতি প্রাঙ্গন থেকে রাধানগর রামমোহন রায় স্মৃতিভবন পর্যন্ত সাইকেল মিছিল বেরোয়। স্বামীজির জীবনালেখ্য প্রদর্শনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতাও হয় এই উপলক্ষে। ১২টি ইভেন্টে যোগ দিয়েছিল স্থানীয় ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন প্রতিযোগী। যশপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৬টি ইভেন্টে পুরস্কার জিতে প্রথম হয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে রাধানগর শিশু শিক্ষা কেন্দ্র এবং কৃষ্ণনগর রমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়।

গ্রামীণ মেলা অনুষ্ঠিত শ্যামপুরে
আয়োজিত হল সাত দিন ব্যাপী গ্রামীণ মেলা। হাওড়া শ্যামপুর নিউ তরুণ সঙ্ঘের উদ্যোগে গত ২০-২৬ জানুয়ারি ১৪ তম এই গ্রামীণ মেলা হয় শ্যামপুর ফুটবল মাঠে। প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, সভাপতির ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা। মেলার উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। প্রতিদিন সন্ধ্যায় নাচ-গান, স্বরচিত কবিতা পাঠে আসর ছিল জমজমাট। সঙ্ঘের সম্পাদক সৃষ্টিধর দাস জানান, মেলায় প্রতিদিনই ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, বিতর্ক ইত্যাদি অনেক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যোগদান করেন প্রায় সাড়ে আটশো প্রতিযোগী। মেলায় ১৭টি স্টলে ছিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রদর্শনী। এ ছাড়াও ছিল হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী।

হরফ-এর অনুষ্ঠান
শ্রীরামপুরের হরফ প্রদর্শশালায় ‘প্রাত্যহিকী আড্ডা’ এবং ‘হরফ’-এর যৌথ উদ্যোগে এক অনুষ্ঠান হয়ে গেল। প্রদর্শশালার কর্ণধার চিকিৎসক সৌরভ সান্যাল বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের তরফে বহ্নিশিখা ঘটক জানান, সেতার বাদন পরিবেশিত হয়। হরফ তৈরির ইতিবৃত্ত নিয়ে আলোচনা হয়। শেষে প্রাত্যহিকী আড্ডার উদ্যোগে নির্মিত তথ্যচিত্র ‘শ্রীরামপুর অভিমুখ’ প্রদর্শিত হয়।


বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের দাবিগুলির সমর্থনে আইন অমান্য কর্মসূচি ছিল মঙ্গলবার। উলুবেড়িয়া মহকুমাশাসকের কাছে পরে স্মারকলিপিও দেন শ্রমিক নেতারা। সুব্রত জানার তোলা ছবি।

পাঁচিল টপকে পালাল আসামী
হুগলি জেল থেকে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি মঙ্গলবার রাতে পাঁচিল টপকে পালিয়ে যায়। পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ ঘটনা ঘটে। আসামির নাম রাজু দাস। সে কল্যাণীর বিধাননগরের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পাঁচিলে দড়ি বেঁধে পালিয়ে যায় রাজু। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জয়ী ব্ল্যাক ক্যাপ
রবিবার খানাকুলের রায়বাড় আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলের ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটিতে চুয়াডাঙ্গা স্টার জলসা ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে খানাকুল ব্ল্যাক ক্যাপ ক্লাব। ছয় ওভারের খেলায় সব উইকেট হারিয়ে ৮৪ রান তোলে চুয়াডাঙ্গা স্টার জলসা ক্লাব। তারই জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্ল্যাক ক্যাপ।


ঝুঁকি নিয়ে পারাপার। জগৎবল্লভপুরের সন্তোষপুর গ্রামে
নিকাশি খালের উপরে সেতু জরাজীর্ণ।
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.