টুকরো খবর
এসপি-র গাড়ি লক্ষ্য করে গুলি লাতেহারে
গত সপ্তাহেই লাতেহারে এক বিজেপি বিধায়ককে তাঁর কেন্দ্রেই খুনের ছক কষেছিল মাওবাদীরা। আগাম খবর পেয়ে সেই বিধায়ক কোনও মতে সেখান থেকে পালিয়ে বেঁচেছিলেন। আজ সেই লাতেহারেই ফের একবার প্রশাসনকে নিশানা করল জঙ্গিরা। লাতেহারের পুলিশ সুপারের গাড়িতেই হামলা চালায় জঙ্গিরা। যদিও তিনি সুস্থ আছেন বলেই পুলিশ জানিয়েছে। লাতেহারের চান্দোয়া থানা এলাকায় আজ দুপুরের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, দলছুট মাওবাদীদের সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)-র সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার ক্রান্তি কুমার ঘরদেশির নেতৃত্বে পুলিশের একটি দল টহলদারি চালাচ্ছিল চান্দোয়া থানা এলাকায়। শাসন গ্রামের কাছে ভেরা টুংরি ও বারি রামপুর এলাকার মাঝামাঝি জায়গায় টিপিসি ও পুলিশ হঠাৎই মুখোমুখি হয়ে যায়। জঙ্গিরা পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। দু’দলের মধ্যে বেশ খানিক্ষণ গুলির লড়াই হয়। গত জানুয়ারিতে লাতেহারের আমুয়াটিকার জঙ্গলে সিআরপি জওয়ানদের ফাঁদ পেতে নিজেদের ডেরায় টেনে এনে তাঁদের উপরে হামলা চালায় মাওবাদীরা। বেসরকারি হিসেবে প্রায় কুড়ি জন জওয়ান ওই ঘটনায় মারা যান। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেই রাজ্যপালের নেতৃত্বে চলা রাজ্য প্রশাসন মাওবাদীদের কড়া হাতে দমন করার পরিকল্পনা নিয়েছে। রাজ্যপালের প্রশাসনিক উপদেষ্টা তথা সিআরপিএফ-এর প্রাক্তন ডিজি কে বিজয়কুমার মাওবাদী দমনের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। ফলে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মাও-অধ্যুষিত অনেক জায়গাতেই পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে।

প্রকাশিত হবে দামিনীর পরিচয়, অনুমতি বাবার
দিল্লি গণধর্ষণের শিকার দামিনীর প্রকৃত নাম প্রকাশের অনুমতি দিলেন তাঁর বাবা। তাঁর মতে, মেয়েকে বার বার ধর্ষণের শিকার বলে উল্লেখ করা হচ্ছে। এতেই বরং মানসিক আঘাত পাচ্ছেন তিনি। কারণ, ধর্ষকদের আক্রমণের মুখে দাঁড়িয়েও নজিরবিহীন সাহসের পরিচয় দিয়েছিলেন দামিনী। দামিনীর সাহসই জাগিয়ে তুলেছে দেশের বিবেককে। তাই তাঁর প্রকৃত নাম সকলের জানা উচিত। দিল্লি গণধর্ষণের পরে ধর্ষিতার নাম প্রকাশ নিয়ে বিতর্ক হয়েছে। ঘটনার পরে দেশ জুড়ে বিক্ষোভের বিবরণ দিতে গিয়ে ধর্ষিতাকে দামিনী-সহ নানা কাল্পনিক নাম দিয়েছে সংবাদমাধ্যম। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে বিজেপি-র দিল্লি শাখার প্রধান বিজেন্দ্র গুপ্ত ও দক্ষিণ দিল্লির মেয়র সবিতা গুপ্তের সঙ্গে হাজির হন দামিনীর বাবা। বিজেন্দ্র জানিয়েছেন, ওই তরুণীর নামে একটি বিজ্ঞান সংগ্রহশালার নামকরণ করবে দক্ষিণ দিল্লি পুরসভা। ঘটনার দিন আর কে পুরমের যে বাসস্ট্যান্ড থেকে পুরুষ বন্ধুর সঙ্গে তিনি বাসে উঠেছিলেন সেখানেই তৈরি হবে ওই সংগ্রহশালা। আইন মেনে তরুণীর প্রকৃত নাম প্রকাশের লিখিত অনুমতি দিয়েছেন তাঁর বাবা। মঙ্গলবারই সাকেতের আদালতে গণধর্ষণ মামলায় সাক্ষ্য দেন দামিনীর পুরুষ বন্ধু। আদালতে অতিরিক্ত চার্জশিটও পেশ করেছে পুলিশ।

ফেসবুকে মন্তব্য, ধৃত ইঞ্জিনিয়ার
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল, ও সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব সম্পর্কে ফেসবুকে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে এ বার প্রশাসনের রোষের শিকার হলেন এক সিভিল ইঞ্জিনিয়ার। সোমবার রাতে আগরা থেকে গ্রেফতার হন তিনি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ল্যাপটপ, সিম কার্ড ও ডেটা কার্ড। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সঞ্জয় চৌধুরি। ভারতীয় দণ্ডবিধি ১৫৩ এ ও তথ্যপ্রযুক্তি আইন ৬৬ এ ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। মামলার শুনানি হবে ‘ফাস্ট ট্র্যাক’ আদালতে। অম্বিকেশ মহাপাত্র, অসীম ত্রিবেদী, শাহিন ধাদা ও রিনি শ্রীনিবাসের পর সঞ্জয় চৌধুরির গ্রেফতারের ঘটনায় ফের প্রশ্নের মুখে দাঁড়াল এ দেশের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা। সোমবার সঞ্জয়কে গ্রেফতার করার পরই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে উড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে করা যাবতীয় ‘সাম্প্রদায়িক ও উস্কানিমূলক’ মন্তব্য। নিষ্ক্রিয় করে দেওয়া হয় অ্যাকাউন্টটি। সঞ্জয়কে গ্রেফতারের ঘটনার সমর্থনে আগ্রা পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট সুভাষ চন্দ্র দুবে এ দিন জানিয়েছেন “সঞ্জয়ের মন্তব্যগুলির জেরে বিঘ্নিত হতে পারত রাজ্যের আইন শৃঙ্খলা। সঞ্জয়কে গ্রেফতারের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতেই এই পদক্ষেপ।”

প্রসারভারতীতে বদল
সংবাদমাধ্যমের প্রতিযোগিতার বাজারে নিজেদের পেশাদারিত্ব এবং উৎকর্ষ বাড়াতে সক্রিয় হয়েছে প্রসারভারতী। আর্থিক সংস্কার থেকে শুরু করে শূন্য পদে কর্মী নিয়োগবিভিন্ন ক্ষেত্রে খোলনলচে বদলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন সংস্থার সিইও জহর সরকার ও স্যাম পিত্রোদা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে প্রসারভারতী সংক্রান্ত যে কমিটির চেয়ারম্যান পিত্রোদা। সংস্থার বিভিন্ন দিকের মানোন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া এই কমিটির কাজ।

রেকর্ড বৃষ্টিপাত
জলযান: প্রবল বৃষ্টিতে জল জমেছে। মঙ্গলবার ফরিদাবাদে। ছবি: পিটিআই
বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণে পর্যুদস্ত হল রাজধানী। মঙ্গলবার আবহবিদেরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৫০ বছরের ফেব্রুয়ারি মাসের ইতিহাসে প্রথম। এর জেরে তাপমাত্রাও কয়েক ডিগ্রি নেমে গিয়েছে। আগামী দু’দিনে দিল্লি, রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.