টুকরো খবর |
বিমান সংস্থাকে যাত্রী টানার টোটকা কেন্দ্রের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
খালি আসন ভরতে যাত্রার দিন কম দামে টিকিট বিক্রি করুক ভারতীয় বিমানসংস্থাগুলি। বেশি যাত্রী টেনে লাভের মুখ দেখতে বিমান সংস্থাগুলিকে এই পরামর্শই দিল কেন্দ্র। বিমান পরিবহণ মন্ত্রকের কর্তাদের দাবি, বিমানগুলিতে গড়ে ৭০-৭৫% আসন ভর্তি থাকে। তাই সংশ্লিষ্ট এক কমিটির বৈঠকে তাঁদের পরামর্শ, খালি থাকা প্রায় ৩০% আসন ভরতে শেষ মুহূর্তে কম দামে টিকিট বিক্রির টোটকা প্রয়োগ করে দেখতে পারে সংস্থাগুলি। এ দিকে, বিমান ভাড়া নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেবে না জানালেও, বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ-র সঙ্গে তারাও যে বিষয়টির উপর কড়া নজর রাখছেন তা জানিয়েছেন ওই কর্তারা। কারণ সম্প্রতি বিভিন্ন বিমান সংস্থার সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার বিপুল ফারাক নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ডিজিসিএ-কে এ বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছে তারা।
|
ফের সংঘর্ষ পস্কোর জমি নিয়ে |
সংবাদসংস্থা • পারাদীপ |
ওড়িশায় পস্কোর প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ঘিরে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে গোবিন্দপুর অঞ্চল। এ দিন এখানে জমি নেওয়ার সময় পুলিশের সঙ্গে প্রকল্প বিরোধীদের সংঘর্ষ বাধে। এতে পাঁচ জন আহত হয়েছেন বলে দাবি পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতির। এর মধ্যে তিন জন মহিলা এবং দু’জন বালক। এই ঘটনায় অধিগ্রহণ কিছু সময়ের বন্ধ জন্য রাখা হয়। যদিও প্রশাসনের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে। জেলা কালেক্টর এস কে মল্লিকের দাবি, শান্তিপূর্ণ ভাবেই জমি অধিগ্রহণ করা হয়েছে। শুধুমাত্র যাঁরা অধিগ্রহণে সম্মতি দিয়েছেন, তাঁদের পানের বরজই নেওয়া হয়েছে। গত তিন দিনে ৬০ একর জমি সরকারের হাতে এসেছে বলে জানান অতিরিক্ত জেলাশাসক সুরজিৎ দাস। এ জন্য ৮২ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বিরোধিতার জেরে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত রবিবারই এখানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া ফের শুরু করেছে ওড়িশা সরকার। তার পর থেকেই গোবিন্দপুর অঞ্চল থেকে পুলিশ সরানোর দাবি করে আসছে পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতি। সংগঠনের নেতা অভয় সাহু এ দিন এই দাবিতে অনশনও শুরু করেছেন।
|
কালই এনটিপিসি-র শেয়ার বেচবে কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা এনটিপিসি-র ৯.৫% শেয়ার বিলগ্নিকরণে সায় দিল সরকার। কাল, বৃহস্পতিবারই তা বাজারে আসছে। এ ব্যাপারে গঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর বিলগ্নিকরণ সচিব রবি মাথুর জানান, তাদের আশা সংস্থার শেয়ার বেচে ১২ হাজার কোটি টাকা উঠবে। এ জন্য আন্তর্জাতিক স্তরে রোড শো-ও করেছে কেন্দ্র। এই অর্থবর্ষে বিলগ্নিকরণের পথে ৩০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র। এখনও পর্যন্ত এসেছে ১০ হাজার কোটি।
|
বিপাকে এসঅ্যান্ডপি |
সংবাদসংস্থা • ওয়াশিংটন ও নিউ ইয়র্ক |
এ বার আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি ও তাদের মূল সংস্থা ম্যাকগ্রো হিল-এর বিরুদ্ধে মামলা শুরু করল মার্কিন সরকার। অভিযোগ, গত ২০০৮-এর মন্দার আগে বেআইনি ভাবে বিভিন্ন আর্থিক সংস্থার ফান্ডের রেটিং বাড়িয়ে দেখিয়েছিল তারা। মূল্যায়ন ভুল হওয়ায় বহু লগ্নিকারী সে সময় ক্ষতিগ্রস্ত হন। মামলার খবরে সোমবার ম্যাকগ্রো হিলের শেয়ার দর পড়েছে ১৩.৮%। ১৯৮৭-এর ওয়াল স্ট্রিটে ধস নামার পর এতটা পতন এই প্রথম। এমনকী এর জেরে অপর মূল্যায়ন সংস্থা মুডিজের দরও নেমেছে ১০.৭%।
|
গ্যাংটকে নয়া রিসর্ট অম্বুজা রিয়ালিটির |
নিজস্ব সংবাদদাতা • গ্যংটক |
সমুদ্র-সমতলের পর এবার পাহাড়ে অম্বুজা রিয়ালিটির নতুন রিসর্ট তৈরি হতে চলেছে। মঙ্গলবার সিকিমের পানথাংয়ে গুরাস নামের ওই রিসর্টের শিলান্যাস করেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। অম্বুজা রিয়ালিটির চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া জানান, তিনটি পর্যায়ে রিসর্ট তৈরি হবে। ওই প্রকল্পে ১১০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। তিনি বলেন, ‘শিলিগুড়িতে রিসর্ট হয়েছে। কার্শিয়াংয়ের মকাইবাড়ি ও সিকিমেও কাজ করা হচ্ছে।” এর পরে লাটাগুড়ি, ঘুম ও জোরথাংয়ে রিসর্ট তৈরি করা হবে। সিকিমের মুখ্যমন্ত্রী বলেন, “বিনিয়োগকারীদের সবসময় আমন্ত্রণ জানাচ্ছি।”
|
বাজারে নয়া গাড়ি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘টাটা সাফারি স্টর্ম’ বাজারে আনল টাটা মোটরস্। মঙ্গলবার শিলিগুড়িতে তার সূচনা করেন কোম্পানির কর্মকর্তারা। তরুণ প্রজন্ম থেকে বয়স্কদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন মডেলের গাড়ি করা হয়েছে।
|
পেঁয়াজ রফতানি বন্ধ বাংলাদেশে |
বাংলাদেশে পেঁয়াজ রফতানি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মূল্য নিয়ন্ত্রণে গড়া টাস্ক ফোর্সের বৈঠকে এই নির্দেশ দেন। রেলের রেক না-পাওয়ায় নাসিক থেকে পেঁয়াজ আসা কমেছে। রেকের অভাব দূর করতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে জানান মমতা। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, “২৪ টাকা কেজির পেঁয়াজের দাম হয়েছে ৩২-৩৪ টাকা। এতেই মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন।” রবিবাবু জানান, রাজ্যে পেঁয়াজ চাষ হয় নদিয়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান ও হুগলিতে। সেই পেঁয়াজ বাজারে আসতে ১৫ দিন বাকি। পেঁয়াজের দাম স্থিতিশীল না-হওয়া পর্যন্ত বাংলাদেশে তা রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠেছে, সরকার আদৌ এমন নির্দেশ দিতে পারে কি? রবিবাবুর বক্তব্য, সরকার এই ধরনের নির্দেশ দিতে পারে না। কিন্তু জনগণের স্বার্থে পুলিশ দিয়ে রফতানি আটকে দিতেই পারে। |
|