বিনোদনের টুকরো খবর
দক্ষিণ কোরিয়া ফিল্মোৎসবে মণিপুরি ছবি
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হল মণিপুরি পরিচালক অরিবাম শ্যাম শর্মার ছবি ‘লেইপাকলেই’। গত বছর মুক্তি পাওয়া ছবিটি দক্ষিণ কোরিয়ার আসন্ন ‘জেওনজু’ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। উৎসবের ‘স্পেশ্যাল সেকশন--বিয়ন্ড বলিউড’ বিভাগে প্রদর্শিত হবে ‘লেইপাকলেই’। নাট্যকার আরামবাম সমরেন্দ্রর সাহিত্য আকাদেমি পাওয়া নাটক ‘লেইপাকলেই’ অবলম্বনে শ্যাম শর্মা ছবিটি তৈরি করেছেন। এক বিবাহবিচ্ছিন্না নারীর হারানো প্রেম ও শিশুকন্যাকে নিয়ে তাঁর কঠোর জীবন সংগ্রামের গল্প লেইপাকলেই। ‘লেইপাকলেই’ একটি ফুলের নাম। মণিপুরি এই ফুলটি শান্তি ও শক্তির প্রতীক। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী লেইশাংথেম টোংথোইংগাংবি। গত বছর নভেম্বর মাসে কলকাতা চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছিল। জাতীয় পুরস্কারও পেয়েছেন শ্যাম শর্মা।

শিল্পধ্বনি উৎসব
অন্য আসরে। ভাংরা নাচে পা মিলিয়েছেন সিআরপি জওয়ানেরা। ছবি: দেবরাজ ঘোষ।
‘ঝাড়গ্রাম শিল্পীতীর্থ শিক্ষানিকেতন’-এর বার্ষিক শিল্প ও সংস্কৃতি উৎসব ‘শিল্পধ্বনি’ শুরু হল মঙ্গলবার। এ বার উৎসবের ২৩তম বর্ষ। মঙ্গলবার বিকেলে সংস্থার উদ্যোগে বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও কলাকুশলীদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। সন্ধ্যায় শহরের অফিসার্স ক্লাব মাঠে উৎসব মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী চয়ন রায় ও হরিৎ বসু। ভাংরা নাচ পরিবেশন করেন সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। উৎসব প্রাঙ্গণে রয়েছে হস্তশিল্প ও কারুশিল্পের একাধিক স্টল। রয়েছে শিল্পীতীর্থ শিক্ষানিকেতনের শিক্ষার্থীদের ছবি ও ভাস্কর্যের প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যায় থাকছে গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব চলবে আগামী শনিবার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের আসর ধূলাগড়ে
শীতের মরসুমের ঠান্ডা আমেজে সুরের ঝঙ্কারে এক মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর আয়োজিত হয়ে গেল হাওড়ার সাঁকরাইলে। গত ২৭ জানুয়ারি সাঁকরাইল শিবতলা প্রাথমিক বিদ্যালয় ভবনে হাওড়া পাঁচলা বিবেকানন্দ শাস্ত্রীয় সঙ্গীত কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার কর্ণধার লক্ষ্মীকান্ত ঘোষ জানান, গঙ্গাধরপুর কলেজের প্রতিষ্ঠাতা সন্তোষ দাসকে এই উপলক্ষে সংবর্ধিত করা হয়েছে। বিবেক যুব পুরস্কারও প্রদান করা হয়। মঞ্চে সন্তুরবাদক তাপস ঘোষ রাগ হেমন্ত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন সনাতন পণ্ডিত। পরবর্তী শিল্পী দেবজয়া সরকার কত্থক নৃত্য পরিবেশন করেন। শিল্পী পিয়ালী মৈত্র প্রথমে একতাল বিলম্বিত এবং পরে তিনতালে ইমন রাগ শোনান। ঠুমরিও পরিবেশন করেন। আসরের শেষ শিল্পী পণ্ডিত সুজয় বসু সেতারে পুরিয়া কল্যাণ রাগ বাজিয়ে শোনান। তার সঙ্গে তবলায় সহযোগিতা করেন শশাঙ্ক বক্সি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিলাষ ঘোষ।

বাংলাদেশের ছবি
নন্দনে ফের বাংলাদেশের ছবির উৎসব। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একযোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই উৎসব আয়োজন করছে। আগামী ৮-১০ ফেব্রুয়ারি মোট সাতটি ছবি দেখানো হবে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, নরুল আলম আতিক-এর ডুবসাঁতার, মুরাদ পারভেজ-এর চন্দ্রগ্রহণ, স্বপন আহমেদ-এর লাল টিপ, মোরশেদুল ইসলাম-এর দূরত্ব, মোস্তাফা সারওয়ার ফারুকি-র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা।


কাঞ্চন উৎসবে সংবর্ধনা দেওয়া হল
বাংলা গানের ব্যান্ড ‘ভূমি’র সদস্যদের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.