টুকরো খবর
কংগ্রেসের মনোনয়ন
কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান। নিজস্ব চিত্র।
প্রচুর সংখ্যায় মোটরবাইকের সঙ্গে ছিল বেশ কয়েকটি চার চাকাও। শুধুমাত্র রুদ্রনগর এলাকা থেকেই প্রায় ৮৫টি বাইকে চেপে আসেন কংগ্রেস কর্মীরা। কামারপট্টি মোড় থেকে পাঁচ মাথা হয়ে প্রার্থীকে সঙ্গে নিয়ে তাঁরা মিছিল করে এগোলেন। সঙ্গে ছিলেন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, বিধায়ক অসিত মাল, জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ কংগ্রেস নেতা। মঙ্গলবার দলবল নিয়ে এ ভাবেই উপ-নির্বাচনে নিজের মনোনয়পত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান। এর আগে নলহাটি বিধানসভা কেন্দ্রের এই উপ-নির্বাচনে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, বিজেপি-র প্রার্থীরাও নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি। তাদের দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বাইক বাহিনী ও চার চাকার দাপট দেখা গিয়েছিল। ফলে বাইক বাহিনীর দাপটে যানজট তৈরি হয়েছিল। তার ব্যতিক্রম মঙ্গলবারও হয়নি।

টাকা আত্মসাতের অভিযোগে আটক
কলকাতার একটি ভুঁইফোড় আর্থিক সংস্থার টাকা আত্মসাৎ করার অভিযোগে রামপুরহাটের একটি পরিবারের চার জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন সংস্থার এজেন্টরা। এজেন্টদের দাবি, ওই ব্যক্তি কলকাতার ভুঁইফোড় আর্থিক সংস্থার রামপুরহাট শাখার সমস্ত টাকা দেখভাল করতেন। এজেন্টরা গ্রাহকদের কাছ থেকে যে টাকা সংগ্রহ করে এনে রামপুরহাটের শাখা অফিসে জমা দিতেন, সেই টাকা ওই ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতেন না। রামপুরহাট শাখার এজেন্ট সজল মুখোপাধ্যায়, সিউড়ি শাখার রামকুমার প্রসাদরা বলেন, “রামপুরহাটের লোটাস প্রেস মোড়ে শাখা অফিসের সমস্ত টাকা দেখভাল করতেন সিনিয়র এজেন্ট গৌতম দালাল। ৩০ জানুয়ারি অফিসের তালা বন্ধ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে বলে নোটিস ছিল অফিসের বাইরে।” তাঁদের দাবি, “খোঁজ নিতেই আরও দুর্নীতি সামনে আসে।” অভিযোগ অস্বীকার করে গৌতমবাবু অবশ্য দাবি করেন, “৫ মাস আগে কলকাতার ওই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।” অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

কাউন্সিলরের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির নালিশ
মিটারে কারচুপি করে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠল সাঁইথিয়ার এক সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে। বিদ্যুৎ দফতরের অভিযোগ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম সিংহের ভাঙা লোহার আড়ত ও গুদামে মিটারে কারচুপি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (রামপুরহাট) নারায়ণচন্দ্র রায়ের অভিযোগ, “সোমবার বিকেলে বিদ্যুৎ দফতরের কর্মীরা অভিযান চালিয়ে উত্তমবাবুর আড়ত থেকে মিটারটি বাজেয়াপ্ত করে ও সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাতে উত্তমবাবুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।” যদিও উত্তমবাবুর দাবি, “রাজনৈতিক চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে। উল্টোপাল্টা বিদ্যুতের বিল আসায় আমিই বিদ্যুৎ দফতরকে মিটারটি পরীক্ষা করতে জানিয়েছিলাম।”

মাঘ মেলা
বৈতালিকের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে শুরু হল শ্রীনিকেতনে মাঘ মেলা। আজ বুধবার সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯১তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব পালন করবে শ্রীনিকেতন। এই উপলক্ষে নানা প্রদর্শনী, কৃষি মেলা, লোকনৃত্য, কবি-সাহিত্যিকদের আড্ডার আয়োজন করেছে মাঘ মেলা কমিটি। আগামী শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.