টুকরো খবর
১৬ই বাংলাদেশ যাবেন খুরশিদ
তিস্তা চুক্তি এখনও বিশ বাঁও জলে। স্থলসীমান্ত চুক্তির ভবিষ্যৎ নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে থমকে না যায় তা নিশ্চিত করতে সক্রিয়তা বাড়াচ্ছে নয়াদিল্লি। আগামী ১৬ তারিখ প্রধানমন্ত্রীর দূত হিসাবে দু’দিনের ঢাকা সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণির পাশাপাশি তিনি বৈঠক করবেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যে বিষয়গুলির মীমাংসা হয়নি, সেগুলির জন্য সামগ্রিক সম্পর্কের অগ্রগতি যাতে থেমে না যায় তা নিশ্চিত করাটাই তাঁর আসন্ন সফরের লক্ষ্য। আগামী মাসের গোড়াতেই বাংলাদেশ সফরে যাবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার ঠিক আগে খুরশিদ দৌত্যকার্য এগিয়ে রাখছেন। সলমনের বক্তব্য, “স্থলসীমান্ত চুক্তি রূপায়নের প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি আসন্ন সংসদীয় অধিবেশনে বিলটি পাশ করানো যাবে।” বিদেশমন্ত্রকসূত্রের খবর, প্রধান বিরোধী দল বিজেপি-র সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে। তাঁরা আশাবাদী যে, সংসদে দুই তৃতীয়াংশ সমর্থন সরকারের পক্ষে থাকবে।

মঙ্গলে জলধারা
বহু কোটি বছর আগে মঙ্গলের বুকেও ছিল একাধিক জলধারা। প্রায় ১০০ বছর আগে মঙ্গল গ্রহ থেকে খসে পড়া উল্কা ‘নাখালা’র ধ্বংসাবশেষ পরীক্ষা করে এমনই দাবি করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এত দিন মিশরের এক সংগ্রহশালাতে শোভা পাচ্ছিল ‘নাখালা’। বহু টানাপোড়েনের পর ওই উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষ ভূ-তত্ত্ববিদদের হাতে তুলে দেন সংগ্রহশালা কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ পরীক্ষার পর বিজ্ঞানীরা জানালেন, এক কালে নাকি পৃথিবী সদৃশ মঙ্গলগ্রহেও ছিল জলের উৎস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.