ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুরু হল সোমবার থেকে। কাটোয়া স্টেডিয়াম ময়দানে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড। প্রথমে ব্যাট করে ১৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। এই ওয়ার্ডের হয়ে উল্লেখযোগ্য রান করেন দেবাশিস হাজরা (৭০) ও মহম্মদ জাহির (৪৫)। ১৩ নম্বর ওয়ার্ড পরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে। ১৩ রানে জিতে যায় ১৪ নম্বর ওয়ার্ড। উদ্যোক্তারা জানান, ১৯টি ওয়ার্ডই এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। চারটি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ পর্যায় ও পরে নক আউট পর্যায়ে খেলা হবে। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং কাটোয়ার পুরপ্রধান শুভ্রা সাহা-সহ অন্য কাউন্সিলরেরা।
|
ধান্ডাডিহি নবারুণ সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল নেতাজি যুব ক্লাব। ধান্ডাডিহি শব্দাবুড়ি মাঠে তারা আয়োজক সংস্থাকে ৬ উইকেটে হারায়। নবারুণ সঙ্ঘ ৯ উইকেটে ১০৬ রান করে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে নেয় নেতাজি যুব ক্লাব।
|
ফতেপুর রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল অরবিন্দ এসসি। ফতেপুর মাঠে তারা টাইব্রেকারে সিধু কানহু ক্লাবকে ৮-৭ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। খেলার সেরা বিজয়ী দলের সুভাষ হাঁসদা।
|
আন্তঃ ইসিএল টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বাঁকোলা এরিয়া। ইসিএলের সাকতোড়িয়া স্টেডিয়ামে তারা শ্রীপুর এরিয়াকে ৯৯ রানে হারায়। বাঁকোলা ৮ উইকেটে ১৫৫ রান করে। জবাবে শ্রীপুর ৫৬ রানেই শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৫৬ রান করে খেলার সেরা বিজয়ী দলের রাজেশ পাণ্ডা। একই দলের বৈদ্যনাথ বাশী ১১ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।
|
হিরাপুরে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেটে মঙ্গলবারের খেলায় জয়ী হল করিমডাঙ্গা সিসি। কুইলাপুর জয়ট্যাঙ্কী মাঠে তারা এইচএনওয়াইসিসিকে ৮১ রানে হারায়। করিমডাঙ্গা ৬ উইকেটে ১৫০ রান করে। জবাবে ৬৯ রানেই গুটিয়ে যায় এইচএনওয়াইসিস। খেলার সেরা বিজয়ী দলের শুভম বিশ্বকর্মা।
|
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেটে মঙ্গলবারের খেলায় জয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ সিনিয়র ক্লাব। পানুড়িয়া মাঠে তারা চরণপুর বিসিকে ৩ উইকেটে হারায়। চরণপুর ৯১ রান করে। ৭ উইকেটে জয়ের রান তুলে নেয় বিবেকানন্দ।
|
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেটে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পাঠান একাদশ। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা কুলটি সিসিকে ৩ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে কুলটি ১০২ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পাঠান একাদশ। |