টুকরো খবর
নয়া চিকিৎসা-ব্যবস্থার উদ্যোগ রাজ্যে
খুদে ক্যানসার আক্রান্তের সঙ্গে ব্যারেটো। সোমবার। —নিজস্ব চিত্র
রাজ্যে ক্যানসারের চিকিৎসার একটি টার্শিয়ারি কেয়ার সেন্টার চালু করবে স্বাস্থ্য দফতর। সোমবার বিশ্ব ক্যানসার দিবসে আরজিকরে এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন স্বাস্থ্যকর্তারা। পরে স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেন, “গুরুতর অসুস্থ ক্যানসার রোগীকে উন্নত পরিষেবার জন্য জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজগুলিতে রেফার করা হয়। তার থেকেও ভাল পরিষেবার জন্য আর রেফারের জায়গা নেই। টার্শিয়ারি কেয়ার সেন্টার চালু হলে সেই সুপার স্পেশ্যালিটি ক্যানসার কেয়ার দেওয়া যাবে। মেডিক্যাল কলেজ থেকে ক্যানসার রোগীকে আরও উন্নত পরিষেবার জন্য ওই সেন্টারে রেফার করা হবে।” ক্যানসার দিবসে শহরে একাধিক অনুষ্ঠান হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালে এ দিন শিশু রোগীদের জন্য একটি পৃথক ওয়ার্ডের উদ্বোধন হয়। এই উপলক্ষে আয়োজিত পদযাত্রায় অংশ নেন ফুটবলার ব্যারেটো-সহ অনেকে।

নলজাতকদের নিয়ে
প্রায় ৫০০ নলজাতক শিশু ও তাদের বাবা-মায়েরা মিলিত হলেন কলকাতায়। সঙ্গে ছিলেন তাদের চিকিৎসকেরাও। বেহালার এক বন্ধ্যত্ব চিকিৎসা কেন্দ্র রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে স্ত্রী রোগ চিকিৎসক বাণী মিত্র বলেন, “ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি এখন আর আগের মতো ব্যয়সাপেক্ষ নয়। বন্ধ্যত্বের সমস্যা বাড়তে থাকায় এ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। তার ফলেই কম খরচে নলজাতক শিশুর জন্ম দেওয়া এখন সম্ভব।”

স্বাস্থ্য শিবির
পুলিশ এবং একটি ক্লাবের যৌথ উদ্যোগে হার্ট চেক আপ ক্যাম্প হল খড়্গপুরে। রবিবার মালঞ্চ রোডে এই শিবিরে প্রায় দু’শো জনের চিকিৎসা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.